
মোহাঃ হারুন অর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের উপারে মালদা জেলার গোপালগঞ্জ থানার চকমাহিলপুর গ্রামে বাসিন্দা মৃত-গাজলুর রহমানের স্ত্রী ভারতীয় নাগরিক সেলিনা বেগম (৭০) শক্রবার দিবাগত রাত সাড়ে ১১ টায় (৭ নভেম্বর ২০২৫) বার্ধক্যজনিত কারণে মৃ/ত্যু/বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সংবাদ পেয়ে বাংলাদেশে অবস্থানরত ভাই মোঃ তোফাজ্জল হক (পিতা: মোসলেম উদ্দিন, গ্রাম: বাগিচাপাড়া, পোস্ট: মোল্লাটোলা, থানা: শিবগঞ্জ, জেলা: চাঁপাইনবাবগঞ্জ) ও তার আত্মীয়স্বজন মৃতার লা/শ দেখার জন্য বিজিবির নিকট আবেদন জানান। বাংলাদেশ বিজিবি দ্রুত ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর সঙ্গে যোগাযোগ করে।
উভয় পক্ষের সম্মতিতে আন্তর্জাতিক সীমারেখায় লাশ দেখার আয়োজন করা হয়। আজ শনিবার (০৮ নভেম্বর ২০২৫) সকাল ১০.৪০টায় মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধীনস্থ আজমতপুর বিওপি এলাকার সীমান্ত পিলার ১৮২/২-এস এর নিকট শূন্য লাইনে উভয় বাহিনীর উপস্থিতিতে মৃতার লাশ তার বাংলাদেশি আত্মীয়-স্বজনদের দেখানো হয়।
লাশ দেখে আত্মীয়স্বজন আবেগাপ্লুত হয়ে পড়েন এবং শেষবারের মতো প্রিয়জনকে দেখে পরিতৃপ্তি প্রকাশ করেন। তারা এ মানবিক সহযোগিতার জন্য বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানান।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বলেন,বিজিবি সর্বদা মানবিক কর্মকাণ্ডে সহানুভূতিশীল ও আন্তরিক। #