মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: রাজশাহীর পবা উপজেলার বাগধানী-তানোর সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। অসংখ্য গর্ত আর খাদে ভরা এই গুরুত্বপূর্ণ সড়কটি এখন এলাকাবাসীর নিত্যদিনের ভোগান্তির কারণ। কিন্তু সরকারি উদ্যোগের অপেক্ষায় না থেকে নিজ উদ্যোগেই রাস্তা সংস্কারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন স্থানীয় তরুণ উদ্যোক্তা ও Bit of Bengal Cold Storage-এর ব্যবস্থাপনা পরিচালক একেএম শামসুল ইসলাম উজ্জ্বল।
উজ্জ্বল সাহেবের মানবিক এই উদ্যোগে এলাকায় ছড়িয়ে পড়েছে স্বস্তি ও প্রশংসার ঢেউ। উজ্জ্বল সাহেব বলেন, “কয়েকদিন আগে আমার অফিসের এক স্টাফের বিয়েতে যোগ দিতে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ আমার গাড়ি এক খাদে আটকে পড়ে। তখনই উপলব্ধি করি, এই রাস্তা দিয়ে প্রতিদিন সাধারণ মানুষ কী পরিমাণ কষ্ট ভোগ করছে। তখনই সিদ্ধান্ত নিই—সরকারি উদ্যোগের অপেক্ষায় না থেকে, নিজ উদ্যোগেই রাস্তা মেরামতের কাজ শুরু করব।” তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, সমাজের উন্নয়ন সরকারের একার পক্ষে সম্ভব নয়। আমরা যদি প্রত্যেকে নিজের জায়গা থেকে একটু উদ্যোগ নেই, তাহলে আমাদের চারপাশটা অনেক সুন্দর হয়ে উঠবে। এই কাজ আমি করেছি মানুষের প্রতি দায়িত্ববোধ থেকে।
স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে রাস্তাটির এমন বেহাল দশা দেখছি। কেউ এগিয়ে আসেনি। কিন্তু উজ্জ্বল সাহেব নিজের খরচে কাজ শুরু করেছেন—এটি সত্যিই প্রশংসনীয় ও অনুপ্রেরণাদায়ক।”
আরেক স্থানীয় হাজী কাশেম আলী বলেন, “আমরা উজ্জ্বল ভাইয়ের এই মহৎ উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আল্লাহ যেন তাঁকে দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য দান করেন—এই দোয়া করি।”
এলাকাবাসীর প্রত্যাশা, উজ্জ্বল সাহেবের দৃষ্টান্তমূলক পদক্ষেপ সরকারের দৃষ্টি আকর্ষণ করবে, এবং দ্রুত সরকারি উদ্যোগে পুরো সড়কটির টেকসই সংস্কার সম্পন্ন হবে। এতে শুধু ভোগান্তিই কমবে না, এলাকার যোগাযোগব্যবস্থা ও উন্নয়নের গতিও বাড়বে।#