নাজিম হাসান.রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর পবায় পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত বৃদ্ধার নাম সুখমন বিবি (৬০)। আজ শুক্রবার সকালে উপজেলার মুরারিপুর এলাকার একটি পুকুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। সুখমন বিবির বাড়ি একই উপজেলার শিতলাই গ্রামে বলে জানিয়েছেন দামকুড়া থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম। তিনি বলেন, সুখমন বিবি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
আগের দিন বিকেলে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। পুকুরে নেমে তিনি হয়ত আর উঠতে
পারেননি, পানি ডুবে মারা যান। ওসি বলেন, লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে তাদের কোনো অভিযোগ না থাকায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।#