1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ:
 অন্তঃসত্ত্বা ভারতীয় নারীকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি শাহরিয়ার ইলেভেনেস চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে ট্রফি উন্মোচন, কেক কাটা ও প্রীতিভোজ অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রূপসা উপজেলা প্রেসক্লাবে দোয়া  রূপসায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাকির হোসেন বাকুর দাফন সম্পন্ন পাবনা-৪ আসনের ভোটাররা  ক্লিন ইমেজের র্প্রাথীর অপেক্ষায় প্রহর গুণছে  দুর্গাপুরে আলেম সমাজকে নিয়ে জামায়াতের উলামা সমাবেশ পারিবারিক আবেগের প্রতি শ্রদ্ধা: বিএসএফ–বিজিবির সমন্বয়ে মরদেহ দেখার সুযোগ কবিতা……….. বেগম জিয়া সবার কাছে গ্রহণযোগ্য নেত্রী: রাজশাহীতে দোয়া মাহফিলে মিনু কালীগঞ্জে তিন দফা দাবি বাস্তবায়নে শিক্ষকদের প্রতিবাদ সভা ও স্মারকলিপি কর্মসূচি পালন

তানোরে দি পদ্মা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু, থানায় অভিযোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: রাজশাহীর তানোরের মুন্ডুমালার পৌর সদরের বেসরকারি দি পদ্মা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নবজাতকের পিতা মো. আব্দুর রাজ্জাক (২৪) তানোর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়েছে, চিকিৎসার নামে প্রতারণা, দালালের প্ররোচনা ও অনুমোদনবিহীন ইনজেকশন প্রয়োগের ফলে নবজাতকটি মারা যায়। ঘটনাটি ঘটেছে গত শনিবার (৪ অক্টোবর) সকালে মুন্ডুমালা পৌর এলাকার ভাটার মোড় মহল্লায় অবস্থিত মুন্ডুমালা দি পদ্মা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’-এ।

অভিযোগ সূত্রে জানা যায়, ওইদিন সকালে প্রসববেদনা শুরু হলে রাজ্জাকের স্ত্রী সোহানা বেগমকে স্থানীয় এক দালালের পরামর্শে উক্ত ক্লিনিকে ভর্তি করানো হয়। ক্লিনিকে ভর্তি হওয়ার পর কথিত মালিক শাহজামাল বাবু প্রথমেই রক্ত ও প্রস্রাব পরীক্ষার কথা বলে ২ হাজার ৪০০ টাকা নেন। পরে চিকিৎসক মোস্তাক আহম্মেদ ফয়সাল অস্ত্রোপচারের মাধ্যমে একটি ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দেন। এরপর নবজাতকের শ্বাসকষ্ট দেখা দিলে চিকিৎসক অক্সিজেন দেওয়ার নির্দেশ দেন। কিন্তু অভিযোগ অনুযায়ী, ক্লিনিকের মালিক বাবু নিজেই নবজাতকের পায়ে ইনজেকশন পুশ করেন। ইনজেকশন প্রয়োগের পরপরই নবজাতকের শারীরিক অবস্থার অবনতি ঘটে। এক পর্যায়ে ক্লিনিক কর্তৃপক্ষ জোরপূর্বক শিশুটিকে রাজশাহী নিয়ে যেতে বলেন। কিন্তু রাজশাহী যাওয়ার পথেই নবজাতকের মৃত্যু হয়।

এ ঘটনায় শোকাহত পিতা মো. আব্দুর রাজ্জাক তানোর থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। তিনি বলেন, “ভুল চিকিৎসার কারণে আমার সন্তানের মৃত্যু হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।” সরকারি বিধি অনুযায়ী, ১০ শয্যার একটি বেসরকারি ক্লিনিকে সার্বক্ষণিক একজন এমবিবিএস চিকিৎসক ও প্রশিক্ষিত সেবিকা থাকা বাধ্যতামূলক। কিন্তু দি পদ্মা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এসব নিয়ম-নীতি উপেক্ষা করে পরিচালিত হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে ক্লিনিকের পরিচালক শাহজামাল বাবু সাংবাদিক পরিচয় পাওয়ার পর বলেন, “কালকে সরাসরি এসে দেখা করেন, তখন সাক্ষাতে কথা হবে।” এরপর তিনি ফোন কেটে দেন।

জেলা সিভিল সার্জন বলেন, “এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, “লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট