1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
 অন্তঃসত্ত্বা ভারতীয় নারীকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি শাহরিয়ার ইলেভেনেস চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে ট্রফি উন্মোচন, কেক কাটা ও প্রীতিভোজ অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রূপসা উপজেলা প্রেসক্লাবে দোয়া  রূপসায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাকির হোসেন বাকুর দাফন সম্পন্ন পাবনা-৪ আসনের ভোটাররা  ক্লিন ইমেজের র্প্রাথীর অপেক্ষায় প্রহর গুণছে  দুর্গাপুরে আলেম সমাজকে নিয়ে জামায়াতের উলামা সমাবেশ পারিবারিক আবেগের প্রতি শ্রদ্ধা: বিএসএফ–বিজিবির সমন্বয়ে মরদেহ দেখার সুযোগ কবিতা……….. বেগম জিয়া সবার কাছে গ্রহণযোগ্য নেত্রী: রাজশাহীতে দোয়া মাহফিলে মিনু কালীগঞ্জে তিন দফা দাবি বাস্তবায়নে শিক্ষকদের প্রতিবাদ সভা ও স্মারকলিপি কর্মসূচি পালন

রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের হিমাগারে কিশোরীসহ ৩ জনকে নির্যাতনের অভিযোগ, হিমাগারে হামলা ও ভাংচুর

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বায়া এলাকায় জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সরকারের হিমাগারে এক মেডিকেল শিক্ষার্থী, ১৩ বছর বয়সী এক কিশোরী ও এক নারীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা অভিযোগ করেন। অভিযোগ অনুযায়ী, হিমাগার থেকে তিনজনকে অপহরণ করে সেখানে রাখা হয়েছিল।

স্থানীয়রা বলছেন, সাবেক চেয়ারম্যানের ছেলে আহসান উদ্দিন সরকার (জিকো) ও তার অজ্ঞাতপরিচয় কয়েকজন এই নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন। পরে স্থানীয় বিক্ষুব্ধ জনতা হিমাগারে ঢুকে দুই কর্মচারীকে একটি কক্ষে আটক রাখে এবং অভিযুক্ত জিকোসহ কয়েকজনকে অফিস কক্ষে তালাবদ্ধ করে রাখে। এসময় বিক্ষুদ্ধরা ভবন লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে এবং ব্যাপক ক্ষতি সাধন করে। পুলিশের উপস্থিতিতে উত্তেজিত এলাকাবাসি ভবনের দোতালায় হামলা চালিয়ে কাঁচের জানালা দরজা ভাংচুর করে। রাজশাহী মহানগর পুলিশ ও থানা পুলিশ  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ  জানায়, আহতদের মধ্যে থাকা মেডিকেল শিক্ষার্থীর দেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কিশোরী অভিযোগ করেন, “আলপিন দিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত করে আঘাত করা হয়েছে।” আহতদের দ্রুতই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। দুপুর আড়াইটা পর্যন্ত স্থানীয়রা হিমাগার ঘিরে ধরে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করার দাবি করেন। তবে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কায় পুলিশ অভিযুক্তদের নিরাপত্তার কারণে হিমাগার থেকে বের করতে পারেনি।

কেন তাদেরকে আটকে রেখে নির্যাতন  করছিল তা এ খবর লিখা পর্য ন্ত সঠিকভাবে জানা যায়নি। তবে পুলিশ বিষয়টি গভীরে গিয়ে জানার চেষ্টা করছে। এ প্রতিবেদক   রাজশাহী এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ ওসির মুঠোফোনে কল  দিয়েও যোগাযোগ করতে ব্যর্থ  হয়। তবে হয়তো একটু দেরিতে ঘটনার সঠিক কারণ জানা যাবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট