# মাসুদ রানা, পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আয়োজনে ইমাম – ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা মডেল মসজিদ চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশ পত্নীতলা উপজেলা শাখার সভাপতি মাও মোঃ আনোয়ার হুসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের নওগাঁ জেলা শাখার সভাপতি মুফতি রাশেদ ইলিয়াস দা.বা.।
এসময় আরো বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের নওগাঁ জেলা শাখার প্রচার সম্পাদক মাও আব্দুস সোবহান, খেলাফতে মজলিস মনোনীত নওগাঁ ২ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মাওঃ মোস্তাফিজুর রহমান, মাওঃ আরিফ বিল্লাহ, মাওঃ বরকতুল্লাহ, মাওঃ সাব্বির রহমান প্রমূখ।
সম্মেলনে বক্তরা বলেন, আমরা গত ১৭ বছর ইসলামের সঠিক বার্তা বাংলার সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে পারিনি। শেখ হাসিনা ও তার সরকার আমাদের কন্ঠ কে রোধ করার চেষ্টা করেছিল কিন্তু তারা সফল হতে পারেনি। আমরা সকলেই যদি এক হয়ে কাজ করি তাহলে আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামাদের।