মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার শিবপুর খোয়ারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোঃ রবি শেখ (২৮), পিতা- মোঃ বাদশা শেখ, সাং- শিবপুর খোয়ারপাড়া, থানা- পুঠিয়া, জেলা- রাজশাহী।
র্যাব-৫ জানায়, সোমবার (১৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে পুঠিয়া থানাধীন শিবপুর খোয়ারপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে রবিকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোবাইল ফোন, একটি সীমকার্ড এবং নগদ ১,০০০ টাকা উদ্ধার করা হয়। র্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃত রবি শেখ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে নিজ পেশার আড়ালে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। তিনি সীমান্তবর্তী এলাকা থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করতেন।
ঘটনার বিষয়ে র্যাব-৫, সিপিএসসি রাজশাহীর একটি আভিযানিক দল জানান, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রবিকে আটক করা হয়। তার বিরুদ্ধে পুঠিয়া থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে র্যাব শুরু থেকেই সন্ত্রাস, অস্ত্র, মাদক, ছিনতাইসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।#