1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে কুয়াশা ও হিমেল হাওয়ায় তীব্র শীত, খেটে খাওয়া মানুষের দুর্ভোগ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আত্রাইয়ে উপজেলা বিএনপির আনন্দ মিছিল শিবগঞ্জ সীমান্তে বিজিবি কর্তৃক ২৯টি চোরাই মোবাইল উদ্ধার নওগাঁ-৩ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বিএনপি মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুল বাঘায় অবৈধ বসতবাড়ি দখল, মামলা করে বাড়িতে ফিরলেন মালিক  রাজশাহীতে ১৬ দিন পর কবর থেকে শিশুর লাশ উত্তোলন নওগাঁ-৬ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির কালীগঞ্জে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত খুলনা লায়ন্স স্কুলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে অধ্যক্ষ আজিজী স্যারক সংবর্ধনা শিবগঞ্জে  ভ্রাম্যমান  আদালত মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে  ৪ জনের জরিমানা  

বাঘায় সম্পত্তির বিরোধে প্রতিমা চুরির ‘ভুয়া’ খবর

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় মন্দির থেকে প্রতিমা চুরির খবরটি ‘ভুয়া ও মিথ্যা প্রোপাগান্ডা’। গত রোববার(২৪-০৮-২০২৫) সন্ধ্যার আগে বাঘা উপজেলার আড়পাড়া গ্রামের ব্যক্তিগত মন্দির থেকে প্রতিমা চুরির ‘ভুয়া ও মিথ্যা খবরটি মুখে মুখে ছড়িয়ে পড়ে।

পুলিশ ও উপজেলা পূঁজা উদযাপন পরিষদের নেতাসহ স্খানীয়রা জানান, ছড়িয়ে পড়া খবরটি সঠিক নয়। জমি জমা নিয়ে পারিবারিক বিরোধের জেরে এমন খবরটি ছড়িয়ে দেওয়া হয়েছে । জানা যায়, আড়পাড়া গ্রামের রঘুমতি নামের এই নারির দুই স্বামী। তার দ্বিতীয় স্বামী ননী গোপালের একমাত্র মেয়ে সবিতা সরকার ওরফে উর্মিলা। তার স্বামীর বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার জালুপুয়াদা গ্রামে। মায়ের সম্পত্তি নিয়ে অপর পক্ষের বৈমাত্রিক (এক মা দুই বাবা) ভাইদের সাথে বিরোধ রয়েছে তার।

স্থানীয়রা জানান,গত এক সপ্তাহ আগে উর্মিলা তার পৈত্রিক ভিটায় ব্যক্তিগত মন্দিরে মনষা পূঁজার আয়োজন করেন এবং প্রতিমা বির্সজন না দিয়ে চলে যান। গত শনিবার তাকে না জানিয়ে স্থানীয় পুকুরে সেই প্রতিমা বির্সজন দেয় তার বৈমাত্রিক স্বজনরা। মন্দিরে প্রতিমা না থাকার খবরে সন্দেহ করেন জমি জমার বিরোধে তার প্রতিমা চুরি হয়ে গেছে।

মুঠোফোনে যোগাযোগ করলে উর্মিলা জানান,গত রোববার(১৭ আগষ্ট’২৫) রাতে মনষা পূজা করে ভবানিগঞ্জে যান। সোমবার (২৫ আগষ্ট’২৫) গান বাজনা শেষে প্রতিমা বিসর্জন দেওয়ার কথা ছিল তার। তার আগেই রোববার (২৪ আগষ্ট’২৫) জানতে পারেন মন্দিরে প্রতিমা নেই। বিরোধের জেরে প্রতিমা চুরির সন্দেহ করেন। শনিবার (২৩ আগষ্ট’২৫) তাকে না জানিয়ে বির্সজন দেওয়া হয়েছে।

উর্মিলার বৈমাত্রিক ভাই অমৃত প্রামানিক জানান,পরিবেশ খারাপ মনে করে প্রতিমা বির্সজন দিয়েছেন। তবে উর্মিলাকে এবিষয়ে জানাননি বলেও জানান তিনি। গ্রামের সমাজ প্রধান অরুন প্রামানিক জানান, রোববার সন্ধ্যার আগে হঠাৎ করেই প্রতিমা চুরির ভুয়া খবরটি জানতে পারেন। উর্মিলার বৈমাত্রিক ভাইদের সাথে জমি জমা নিয়ে বিরোধ রয়েছে বলে জানান তিনি। শনিবার প্রতিমা বির্সজন দেওয়ার কথা শুনেছেন ।

উপজেলা পূঁজা উদযাপন পরিসদের সভাপতি সুজিত কুমার পান্ডে(বাকু) জানান,হঠাৎ করেই ছড়িয়ে পড়া প্রতিমা চুরির খবরটি সঠিক নয়। অফিসার ইনচার্জ (ওসি) আফম আছাদুজ্জামান জানান, জমি জমা বিরোধে ‘ভুয়া ও মিথ্যা প্রোপাগান্ডা’ছড়িয়েছে। প্রতিমা চুরির কোন ঘটনা ঘটেনি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট