মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোর মুন্ডুমালা পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মা নামাজ শেষে মুন্ডুমালা ক্বওমি মাদ্রাসায় এতিম বাচ্চাদের নিয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে ক্বওমি মাদ্রাসার পেশ ইমাম হাফেজ মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-১(তানোর-গোদাগাড়ী) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক এডভোকেট সুলতানুল ইসলাম তারেক।
তিনি বলেন, বেগম জিয়া ছিলেন আপোষ হীন নেত্রী। তার উপর ফ্যাসিস্ট হাসিনা এমন কোন নির্যাতন নেই যা করেনি। স্মৃতি বিজড়ীত সেনা কল্যানের বাড়ি থেকে কিভাবে বের করে দেয়া হয়েছিল সেটা দেখে দেশবাসীসহ বিশ্ব বিবেক কেঁদেছিল। তাকে গণতন্ত্রের মা বলা হয়। কারন এই গণতন্ত্রের জন্য জীবন বাজি রেখেছিলেন তিনি। কোন আপোষ করেননি। কত মিথ্যা মামলা হামলার স্বীকার হয়েও স্বৈরাচারদের সাথে আপোষ করেননি। তার জন্মদিন টাও পালন করতে দেয়া হতনা। এই জন্মদিন নিয়েও মহান সংসদে ফ্যাসিস্টরা কত নোংরা ভাষা প্রয়োগ করে বক্তব্য দিত, যা ছিল বেদনাদায়ক। আজ তারাই পালিয়েছে। আর আপোষ হীন গণতন্ত্রের মা দেশেই আছেন। এটাই চেয়ারপার্সনের আদর্শ। এদেশ তার ঠিকানা এটা তিনি বারবার বলেছেন। আমরা তার রোগ মুক্তি কামনা করি। আমি এই আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হিসেবে কাজ করে যাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি।
এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মুন্ডুমালা পৌর বিএনপির আহবায়ক ও বাধাইড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক,আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,গোদাগাড়ী বিএনপির সিনিয়র সহসভাপতি সেলী আহমেদ,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহফিজুর রহমান মাহফুজ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুর গাফফার, তানোর পৌর যুবদলের আহবায়ক সাইদুর রহমান, সদস্য সচিব জহুরুল ইসলাম, বাধাইড় ইউনিয়ন যুবদলের নেতা বকুল হোসেন, ওয়ার্ড যুবদল নেতা বজলুর রহমান প্রমূখ।#