# এম.এস.আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলায় সপ্তাহ ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য রেলী, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরণের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ আগষ্ট ২০২৫) বিকেল ৩টায় একটি শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়ে আলোচনা সভায় মিলিত হয়।
পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে শুভসূচনা হয়। উপজেলার পরিষদ মডেল মসজিদ মিলনায়তন কক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান। উপজেলা মৎস্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব) সঞ্চয় কুমার সরকার স্বাগত বক্তব্য দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জের প্রতিনিধি এসআই মোঃ আব্দুল বারী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, আরডিও মোঃ সবুজ আলী, ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ্, প্যানেল চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোঃ সামিউল বাসির, বাংলাদেশ কৃষি ব্যাংক ম্যানেজার মোঃ জিয়াউর রহমান।
“অভাশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি” এ শ্লোগানকে কেন্দ্র করে উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিনের সঞ্চালনায় বক্তারা বলেন, দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির পথে আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে। বর্তমানে মাছ লাভজনক পন্য। এখানে যারা আছেন অধিকাংশ মৎস্যচাষী। মাছ চাষের ব্যাপারে কোন প্রকার সহযোগিতা ও পরামর্শ দরকার হলে মৎস্য কর্মকর্তার সাথে যোগাযোগ করবেন। দেশী প্রজাতির মাছ সংরক্ষণের জন্য সজাগ হওয়ার দাবী জানান।
অনুষ্ঠানে মহানন্দা নদীতে একটি অভাশ্রম তৈরী করার দাবী জানান, উপজেলা মৎস্য অফিসার সঞ্চয় কুমার সরকার তার স্বাগত বক্তব্যে উল্লেখ করেন। প্রেক্ষিতে অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও মোঃ মনিরুজ্জামান বক্তব্যের দাবী করার কথাটি গুরুত্ব দিয়ে ভোলাহাট উপজেলায় দক্ষিণ-পূর্বে প্রবাহিত মহানন্দা নদীতে অভয়াশ্রম গড়ে তুলতে সার্বিক চেষ্টা করবেন বলে তিনি আশ্বাস প্রদান করেন।
আলোচনা সভার পূর্বে অনুষ্ঠানের উপস্থিত প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান’র নেতৃত্বে উপজেলা প্রশাসন ও উপজেলার সকল মৎস্যজীবিদের নিয়ে ভোলাহাট উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করেন।
অনুষ্ঠানের শেষে উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান ও উপজেলার শ্রেষ্ট মৎস্যজীবিদের পুরস্কার হিসেবে ক্রেষ্ট প্রদান করা হয়।#