মো: মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, জিয়া ফাউন্ডেশনের আজীবন সদস্য এবং বিশিষ্ট শিল্পপতি অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের নেতৃত্বে রাজশাহীর তানোরে এক বিশাল আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
টানা বর্ষণকেও উপেক্ষা করে এই র্যালিতে হাজারো নেতাকর্মীর ঢল নামে, যা যেন পরিণত হয় এক জনস্রোতে। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল ৩টায় র্যালি শুরুর কথা থাকলেও টানা বৃষ্টির কারণে তা শুরু হয় বিকেল সাড়ে ৫টায়। র্যালির আয়োজন করে তানোর উপজেলা, মুন্ডুমালা ও তানোর পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। র্যালি শুরুর আগে তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব শামসুল ইসলাম, , পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা, তাতী দলের সভাপতি বদের আলী,যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান ও মাহাফিজুর রহমান মাহফুজ, স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল গাফফার, পৌর যুবদলের আহ্বায়ক সাইদুর রহমান, সদস্যসচিব জহুরুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক আমিনুর ইসলাম রানা।
সমাবেশ শেষে র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে তানোর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে গিয়ে এক পথসভায় মিলিত হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক বলেন, “২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা ভারত পালাতে বাধ্য হয়। সে সময় জনগণের কণ্ঠরোধ করা হয়েছিল, কেউ মুখ খুলতে পারেনি। আজকের এই আন্দোলন সেই অন্যায়ের প্রতিবাদ।”
তিনি আরও বলেন, “আপনারা যারা বৃষ্টির মধ্যেও স্বতঃস্ফূর্তভাবে এই র্যালিতে অংশ নিয়েছেন, আপনাদের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। রাজনৈতিক ভিন্নমতকে শ্রদ্ধা জানিয়ে শান্তিপূর্ণ রাজনীতি চালিয়ে যেতে হবে।” আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এই নির্বাচন ঘিরে সরকার নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জনগণের ঐক্যই সেই ষড়যন্ত্রের জবাব দেবে। আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে, ঐক্যবদ্ধভাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে।”
উপস্থিত নেতাকর্মীদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। তানোর উপজেলার সাতটি ইউনিয়ন ও দুইটি পৌর এলাকা থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে র্যালিটি পরিণত হয় এক গণউচ্ছ্বাসে। অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক দীর্ঘদিন ধরেই তৃণমূল পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করে আসছেন। উন্নয়ন, নেতৃত্ব ও সংগঠনের প্রতি তার দায়বদ্ধতা নেতাকর্মীদের মাঝে এক ভরসার প্রতীক হয়ে উঠেছে। বৃষ্টি উপেক্ষা করে এত বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ তাঁর প্রতি জনগণের আস্থারই বহিঃপ্রকাশ।#