# ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়নে বিকেল ৪ টা ২০ মিনিটে বাড়ির পাশে ডোবার (খাল) পানিতে ডুবে আমেনা (৩ বছর ৫ মাস) নামের এক শিশুর মৃত্যু। মৃত আমেনা খাতুন সরকার পাড়া গ্রামে আব্দুল আলীমের মেয়ে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার (৬ আগস্ট) বিকেলে ডোবার (খাল) পাড়ে শিশু আমেনাসহ দুজন খেলাধুলা করছিল। ওই সময় দুজনেই ডোবায় পড়ে যায়। এলাকাবাসীর লোকজন দেখে ডোবার পানি থাকে দুজনকে উদ্ধার করে। এ সময় আমেনা খাতুনের মৃত্যু হয়। অপর শিশুটি বেচে যায়।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ কে এম আতিকুর রহমান জানান, ডোবার(খাল)পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। #