1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
শনিবার, ১২ জুলাই ২০২৫, ১২:২১ অপরাহ্ন
সর্বশেষ:
ভোলাহাটের বিএনপি নেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন জামিনে মুক্তি পেলেন সৌহার্দ্য বিশ্বাস এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ অর্জন করায় খুলনা আর্ট একাডেমির প্রাক্তন শিক্ষার্থীর শুভেচ্ছা বাঘার এক কলেজে জালিয়াতির মাধ্যমে নিয়োগের চেষ্টা, মামলায় কারাগারে তিনজন  ধোবাউড়ার ষ্টেডিয়াম চৌরাস্তা (সদর বিলপাড়) ভায়া রুস্তম মেম্বারের বাড়ি পর্যন্ত দু’ কিলো মিটার মাটির সড়কে ভোগান্তির শেষ নেই  তানোরে নাবিল গ্রুপের মুরগির বিষ্ঠা ফেলে পরিবেশ দূষণ, মারাত্মক দুর্গন্ধ, চাষাবাদ ব্যাহত তানোরে গভীর রাতে মুরগির বিষ্টা ফেলে পরিবেশ দূষণ, গ্রামবাসীর হাতে আটক দুই ট্রাক শ্যামপুর চিনিকলে সাংবাদিকের প্রাণনাশের হুমকি পঞ্চগড়ের সদরে শিশুদের ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্ব: হামলার অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহী বোর্ডে পাশের হার ৭৭ দশমিক ৬৩ নিয়ে এবারও মেয়েরা এগিয়ে আত্রাইয়ের ‘নার্সারি গ্রাম’ মধুগুড়নই: চারপাশে সবুজের সমারোহ

পঞ্চগড়ের সদরে শিশুদের ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্ব: হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের সদর উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে শিশুদের মধ্যে ঘটে যাওয়া একটি মারামারির ঘটনাকে ঘিরে পরবর্তীতে বাড়িতে হামলা, হুমকি এবং মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক ভূক্তভোগী পরিবার। আজ  বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের টিটিহি পাড়া এলাকায় ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভূক্তভোগী মনসুর আলী। তিনি দাবি করেন, তার ছেলে এবং কয়েকজন শিশু গত ১ জুলাই তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের ঝালিংগীগছ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলতে যায়। খেলার একপর্যায়ে স্থানীয় এক আইনজীবীর ভাতিজার সঙ্গে কথাকাটাকাটির জেরে হাতাহাতির ঘটনা ঘটে। মনসুর আলীর অভিযোগ, এ ঘটনাকে কেন্দ্র করে ওই আইনজীবীর লোকজন তাদের বাড়িতে হামলা চালায় এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করা হয়। শুধু তাই নয়, ভূক্তভোগীর পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, “সম্প্রতি আমাদের নামে অপপ্রচার চালিয়ে মিথ্যা অভিযোগ তুলে মানববন্ধন করা হয়েছে মাগুরমারী বাজারে। আদালতে মামলার শুনানির সময়ও আমাদের পক্ষে কোনো আইনজীবীকে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না।” সংবাদ সম্মেলনে মনসুর আলীর স্ত্রী কহিনুর বেগম, বোন প্রমিলা বেগম এবং প্রতিবেশী রাশেদুজ্জামান লিটনও বক্তব্য দেন। তারা এই ঘটনাকে ‘একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে পারিবারিক নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা’ বলে উল্লেখ করেন।

ভূক্তভোগী পরিবার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে বলেন, “আমরা চাই যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হোক।” এ বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো মন্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসন বলছে, ঘটনাটি খতিয়ে দেখা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট