মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : গোদাগাড়ীর চাঞ্চল্যকর রকি হত্যা মামলার প্রধান আসামি রবিউলকে ঢাকার বসুন্ধরা থেকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান ( র্যাব) -৫। ১৭ মে ( শনিবার) বিকাল- ৫ টায় ঢাকা জেলার ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে র্যাব।
রাজশাহীর গোদাগাড়ীতে পূর্ব শত্রুতার জের ধরে প্রকাশ্য দিবালোকে হাসুয়া দিয়ে কুপিয়ে চাঞ্চল্যকর রকি হত্যা মামলার প্রধান ও একমাত্র আসামী রবিউল ইসলাম গোদাগাড়ীর আচুয়াভাটা এলাকার মৃত তাহসান মহুরীর ছেলে। এসময় মোঃ রবিউল ইসলামের কাছ থেকে জব্দকৃত আলামত হিসেবে মোবাইল ১টি, সীম ১টি, নগদ ৭শ টাকা উদ্ধার করা হয়।
উল্লেখ্য, নিহত ভিকটিম কাউসার আহমেদ রকি (২৫) পেশায় একজন অটো চালক। গত ১ এপ্রিল গোদাগাড়ী থানা এলাকার আচুয়াভাটা গ্রামে বাবার বাড়িতে অসুস্থ দাদিকে দেখতে যায় রকি । এসময় আসামী মোঃ রবিউল ইসলাম ওরফে রুবেল (৩৫) এর সাথে পূর্ব শত্রুতার জেরে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে আসামী তার বাড়ি থেকে ধারালো হাসুয়া নিয়ে প্রকাশ্য দিবালোকে ভিকটিমের ডান পায়ের উরুতে কোপ দিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। ভিকটিমের চিৎকারে আসামী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম এর অবস্থা আশংকাজনক হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথিমধ্যে মৃত্যুবরণ করেন।
এই নারকীয় ঘটনা ও হত্যাকান্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মর্মান্তিক এই ঘটনাটি দেশব্যাপী প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়াতেও ব্যাপকভাবে সাড়া ফেলে। এই ঘটনায় গোদাগাড়ী থানায় নিহত ভিকটিম এর মা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। আসামীকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।#