মো. শাহাদত হোসেন খোকন/ শাহরিন সুলতানা সুমা, গাইবান্ধা থেকে : গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার তালুক সর্বানন্দ ইউনিয়নের ২ কবিরাজ ফজল হক নূর মোহাম্মদ গ্রেপ্তার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
অভিযোগ রয়েছে, ফজল হক নূর মোহাম্মদ লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে মানুষকে হয়রানি করছে , সোনার গহনা নিচ্ছে , মানুষকে হাজার হাজার টাকার বিনিময়ে কবিরাজি কাজ করে দিচ্ছেন। প্রতারণার মাধ্যমে গ্রামের সাধারণ অশিক্ষিত, অর্ধশিক্ষিত অসহায় মানুষ তার কাছে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে। লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে ধান্ধাবাজ কবিরাজ ফজল হক। ফজল হক নূর মোহাম্মদ কাছে মানুষের হাড় মানুষের মাথা , বানরের বাঘেরশাল, কানাই ডিঙা হরিণের চামড়াসহ বিভিন্ন জিনিস রয়েছে। এসব কিছু দিয়ে মানুষকে বান যাদুটোনা করে হাতিয়ে নিচ্ছে বিপুল পরিমাণ অর্থ।
এব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা, মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় জনপ্রশাসন উপদেষ্টা, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা জেলা প্রশাসক গাইবান্ধা, বিভাগীয় কমিশনার রংপুর বিভাগ রংপুর, ডি আইজি রংপুর রেঞ্জ রংপুর, ভারপ্রাপ্ত কর্মকর্তা সুন্দরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বামনডাঙ্গা ফাঁড়ি , ডি আইজি রংপুর রেঞ্জ রংপুর, আইজিপি পুলিশ হেডকোয়ার্টার ঢাকা পুলিশ সুপার গাইবান্ধা , উপজেলা নির্বাহী অফিসার সুন্দরগন্জ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়।
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার তালুক সর্বানন্দ ইউনিয়নের কবিরাজ ফজল হক নূর মোহাম্মদ গ্রেপ্তার করে আইনের আওতায় আনা উচিৎ বলে জানিয়েছেন এলাকাবাসী মনে করেন।