1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১০:৪২ অপরাহ্ন
সর্বশেষ:
শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন: গাজী ইমরান সভাপতি, রুবেল সম্পাদক, জুলেট সাংগঠনিক সম্পাদক খুলনায় কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের সাথে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ পত্নীতলায় সরকারি গাছ কাটায় আ’লীগ নেতা আটক শিবগঞ্জে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানের ৩১দফার লিফলেট বিতরণ চাঁদাবাজি-লুটপাটমুক্ত দেশ গড়তে পিআর পদ্ধতির বিকল্প নেই: মুজিবুর প্রচারণা চালানোর সময় রাজশাহীর তানোরে আ. লীগের দুই কর্মী আটক তানোরের মুন্ডুমালায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল  উপজেলা প্রশাসনের অফিসপাড়ায় অফিসার শুন্য, সাধারণ জনগণ হয়রানি আর পেরেশানিতে তানোর একতা যুব সংঘের উদ্যোগে বিলকুমারী বিলে মাছের পোনা অবমুক্ত করণ শিবগঞ্জ পৌরসভায় বিএনপির গণসংযোগ

চাঁপাইনবাবগঞ্জে সোনামসজিদ গৌড়  শিশুপার্ক পহেলা বৈশাখ  উপলক্ষে নতুন  রূপে উন্মোচন

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মো. নাসিম আলী, চাঁপাইনবাবগঞ্জে থেকে:                              চাঁপাইনবাবগঞ্জে সোনামসজিদ গৌড়  শিশুপার্ক পহেলা বৈশাখ  উপলক্ষে নতুন  রূপে উন্মোচন করেছেন পার্কের পরিচালক মোঃ শহিদুল ইসলাম। পড়ালেখার পাশাপাশি শিশুদের মানসিক বিকাশ সাধনের জন্য প্রয়োজন চিত্তবিনোদন। এতে শুধু শারীরিক বিকাশই ঘটে না, মানসিক বৃদ্ধিও ঘটে সমানভাবে। আর এ বিষয়গুলোকে মাথায় রেখে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার সাহাবাজপুর ইউনিয়নের মোঃ শহিদুল ইসলাম  তার নিজস্ব অর্থায়নে সোনামসজিদ গৌড় শিশু পার্ক নির্মাণ করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ ঐতিহাসিক ছোট সোনামসজিদ সংলগ্ন এলাকায় গড়ে উঠেছে সোনামসজিদ গৌড় শিশু পার্ক। আর পহেলা বৈশাখ  উপলক্ষে সোনামসজিদ গৌড় শিশু পার্ক নতুন রংঙ্গে রাঙিয়ে তুলেন পার্ক কর্তৃপক্ষেরা।  অনেকেই মনে করছেন পার্কটি চালু হওয়ায় শিশুদের মানসিক বিকাশ ও চিত্তবিনোদনের বড় সুযোগ সৃষ্টি হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, নির্মাণাধীন এই শিশু পার্কে শিশুদের জন্য ঘোড়া গাড়ি,  নাগরদোলা, ওয়ান্ডার হুইল, হানি সুইং, ম্যারি গো রাইড, প্যারাটুপার, জেট বিমানসহ থাকছে অসংখ্য রাইড।

সাহিন, সুমন, বেবী, মোকসেদুল মোমেনসহ কয়েকজন অভিভাবক বলেন, পার্কটি নতুন করে সজ্জিত দেখে আমাদের ভিসন ভালো লাগে আমাদের বাচ্চারা এখনে এসে অনেক বিনোদন করছে সব কিছু খুব ভাল ভাবে সাজানো গোছানো আমরা দেখে মোনমুদ্ধ। সোনামসজিদের  কাছাকাছি কোন পার্ক ছিলনা। এ পার্কটি নির্মাণের মধ্যদিয়ে কোন উৎসব বা বিশেষ করে ছুটির দিনে বাচ্চাদের নিয়ে সময় কাটানোর একটা জায়গা তৈরী হলো। এতসুন্দর উদ্যোগের জন্য ধন্যবাদ জানায় পার্ক কর্তৃপক্ষেকে ।

সুশিলসমাজের লোকজনসহ বিনোদনপ্রেমী মো. আনোয়ার ও মো. সাদরুল আমীন জানান, শিশুর মানসিক ও শারীরিক বিকাশ সাধনের জন্য লেখাপড়ার পাশাপাশি প্রয়োাজন সুন্দর চিত্তবিনোদনের ব্যবস্থা। সোনামসজিদ গৌড়  শিশু পার্ক কর্তৃপক্ষ যে ধরনের শিশু পার্ক নির্মাণ করেছে তা অকল্পনীয়। তবে প্রতিবন্ধি শিশুদের জন্য যদি বিশেষ রাইডের ব্যবস্থা করত, তাহলে তা প্রতিবন্ধিবান্ধব এবং পরিবেশসম্মত হতো। বিষয়টি বিবেচনা করারও তাগিদ দিয়েছেন অনেকে।সময়ের প্রয়োজনে অনেক গুরুত্বপূর্ণ, আকর্ষণীয়, দৃষ্টিনন্দন হয়ে উঠবে বলে তারা আশাবাদী।

এ বিষয়ে সোনামসজিদ গৌড়  শিশু পার্কের স্বত্বাধিকারী মো. শহিদুল ইসলাম বলেন, সামাজিক জীব হিসেবে দায়বদ্ধতা থেকে এ পার্কটি নির্মাণ করা হয়েছে। আমি একজন সচেতন অভিভাবক হিসেবে অনুধাবন করেছি ছুটি কিংবা কোন বিশেষ দিনে বাচ্চাদের নিয়ে বিনোদনের জন্য ঘুরতে যাবার জায়গা ছিলনা। ১৬ সালে পার্কটি উদ্বোধনের মধ্যদিয়ে সে অভাবটা থাকবেনা। তাদের পরিবারের সদস্যদের নিয়ে সুন্দর মনোরম পরিবেশে এসে সময় কাটাতে পারবে। তবে এ পার্কটি আরও আধুনিক করতে সর্বদা প্রচেষ্টা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, পার্কটি নির্মাণের মধ্য দিয়ে বিনোদনের জন্য দীর্ঘদিনের যে চাহিদা তা পূরণ হবে বলে আশা করছি। আর পবিত্র ঈদুল ফিতরের দিন থেকে জোসনারা শিশুপার্কে উপচে পড়া ভিড়ে শিশু এবং অভিভাবকরা বেশ বিনোদনে মেতে উঠেছিল এবং পহেলা বৈশাখে আরো সুন্দর পরিপাটি করে তুলেছি দর্শনার্থীরা বিনেদন উপভোগ করবে বলে আশাবাদি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট