ম্যাঙ্গালুরু পুলিশ কমিশনার অনুপম আগরওয়াল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দিল্লি থেকে বেঙ্গালুরু আসছিলেন বাম্বা ফান্টা (৩১) এবং অ্যাবিগেল অ্যাডোনিস (৩০) নামে দুই বিদেশিনি। বিমানবন্দরে বিমান অবতরণ করার পর তাঁদের গ্রেফতার করা হয়। তল্লাশিতে তাঁদের ট্রলি ব্যাগ থেকে বেরোয় প্রায় ৩৭ কেজি এমডিএমএ মাদক। এ ছাড়াও, তাঁদের কাছ থেকে চারটি মোবাইল, বেশ কয়েকটি পাসপোর্ট এবং নগদ ১৮,০০০ টাকাও উদ্ধার করা হয়েছে।
পুলিশ কমিশনার জানিয়েছেন, ছ’মাস আগে এই মাদক পাচার চক্রের এক জন গ্রেফতার হওয়ার পর তদন্তে নামে পুলিশ। ম্যাঙ্গালুরু থেকে গ্রেফতার হওয়া ওই যুবকের নাম ছিল হায়দার আলি। ১৫ গ্রাম এমডিএমএ-সহ তাঁকে গ্রেফতার করা হয়। হায়দারকে জেরা করে পিটার নামে এক নাইজেরীয় নাগরিকের খোঁজ পায় পুলিশ। বেঙ্গালুরু থেকেই ছয় কেজি মাদকসমেত পুলিশের জালে ধরা পড়েন তিনিও। এর পর চক্রের বাকিদের খোঁজে শুরু হয় ‘অভিযান’। সেই অভিযানেই এ বার এল সাফল্য।#তথ্য: আনন্দবাজার পত্রিকা