# মোহনপুর প্রতিনিধিঃ
মোহনপুরের নাকইল আদর্শ উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি শিক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করেন সকল ছাত্র-ছাত্রীবৃন্দরা।
নাকইল উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও কেশরহাট কলেজের সহকারি অধ্যাপক আবু মুছার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশরহাট পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম। সার্বিক সহযোগিতায় ছিলেন নাকইল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের সভাপতি রুবেল হোসেন, নাকইল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুস সামাদ, আইনাল হক, বিশিষ্ট সমাজ সেবক মনজুর রহমানসহ প্রমূখ।
এ বিদ্যালয় থেকে এস.এস.সি পরিক্ষায় ১৩ জন শিক্ষার্থী অংশ নিবেন। সকলে তাদের জন্য দোয়া করেন।#