# আরাফাত হোসেন, শিবগঞ্জ উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
আজ ২৪ ফেব্রুয়ারি সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাধীন স্বনামধন্য বিদ্যাপীঠ বিনোদপুর উচ্চ বিদ্যালয় চত্বরে ২০২৪ সালের এস.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও ২০২৫ সালের অনুষ্ঠিতব্য এস.এস.সি. শিক্ষার্থীদের বিদায় ও অত্র বিদ্যালয়ের ২০২৪ সালের ষষ্ঠ শ্রেণীতে ভর্তিকৃত নবীন ছাত্র-ছাত্রীদের (নবীন) বরণ উপলক্ষে সংবর্ধনা, বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মুহাঃ আব্দুস শরীফ, সহকারী শিক্ষক; বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে মোহাঃ সাবিরুদ্দিন, প্রধান শিক্ষক; বিনোদপুর উচ্চ বিদ্যালয়ে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোহাঃ মোশাররফ হোসেন, প্রধান শিক্ষক (অব:), বিনোদপুর উচ্চ বিদ্যালয়; শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: ড. মহাঃ শফিকুল আলম, রেজিস্ট্রার; বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মশিউর রহমান, সাবেক সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক; জেলা কমান্ড চাঁপাইনবাবগঞ্জ, আলহাজ্ব মোঃ মোয়াজ্জেম হোসেন, সিনিয়র সহকরী শিক্ষক (অবঃ); বিনোদপুর উচ্চ বিদ্যালয়, মোঃ আসাবুদ্দিন, সহকারী প্রধান শিক্ষক (অবঃ); বিনোদপুর উচ্চ বিদ্যালয়, মহাঃ জামাল উদ্দিন, সিনিয়র প্রিন্সিপাল অফিসার (অবঃ); অগ্রণী ব্যাংক লিঃ আয়োজনে: বিনোদপুর উচ্চ বিদ্যালয়; শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।
সংবর্ধনাকৃত, বিদায়ী ও নবীন বরণ ছাত্র-ছাত্রীদের মধ্যে অনেকেই স্যারদের প্রতি শ্রদ্ধা রেখে বক্তব্য প্রদান করেন। পরীক্ষার্থীরা ভালো ফলাফলের মাধ্যমে অত্র বিদ্যালয়ের ও পিতা মাতার মুখ উজ্জ্বল করবে বলে প্রত্যাশা করে বক্তব্য রাখেন প্রধান অতিথি। অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, মোহাঃ সাব্বিরুদ্দিন বলেন, স্মার্ট বাংলাদেশের বিনির্মাণে বর্তমান প্রজন্মের চিন্তা,ভাবনা ও চেতনার মূল্যয়ন করছে সরকার।পরীক্ষার্থীদের উদ্দেশ্য তিনি আরও দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
সংবর্ধনা, বিদায় ও নবীন বরণ অনুষ্ঠানে মোঃ আবুল কালাম, সিনিয়র সহকারী শিক্ষক; বিনোদপুর উচ্চ বিদ্যালয়সহ অন্যান্য সিনিয়র সহকারী শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকা বৃন্দ, কর্মচারী, গন্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে পরীক্ষার্থীদের ভাল ফলাফল, দীর্ঘায়ু, সুস্থ্য ও মঙ্গল কামনা করে মোঃ দূরুল ইসলাম, সহকারী শিক্ষক;বিউবি দোয়া-মোনাজাত পরিচালনা করেন এবং শেষে মিষ্টান্ন বিতরণ করা হয়।#