এতে আত্রাই উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ জন প্রতিযোগী অংশ গ্রহণ করে। উক্ত হিফজুল কুরআন প্রতিযোগীতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই যুব উন্নয়ন অফিসার মোঃ নাসির উদ্দীন, ইসলামিক ফাউন্ডেশন নওগাঁ জেলা ফিল্ড সুপারভাইজার মোঃ তাওফিকুর রহমান।
আরও উপস্থিত ছিলেন মোঃ আবুল হোসেন, মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক,মোঃ রেজাউল ইসলাম, মোঃ আব্দুল জলিল, সাংবাদিক হাফেজ মোঃ ফিরোজ আহমেদ, অর্থ সম্পাদক আত্রাই প্রেসক্লাব, ইসলামিক ফাউন্ডেশন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই আল হাদি।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন বলেন আমি উপজেলা পর্যায়ে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত দেখে অত্যান্ত খুশি।প্রতিযোগী সকল হাফেজ যারা অংশগ্রহণ করছিলো তারা সেরা হাফেজ হিসেবে দেশ এবং দেশের বাহিরে বাংলাদেশকে সম্মানের স্থানে নিয়ে যাবে বলে তিনি আশা করেন।
প্রতিযোগিতা শেষে শ্রেষ্ঠ প্রতিযোগীদের মাঝে পুরস্কার ও সনদ তুলেদেন প্রধান অতিথির পক্ষে আত্রাই উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ নাসির উদ্দীন।#