আবু রায়হান রাসেল, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের (নবি) উপাচার্য(ভিসি)প্রফেসর ড. হাছানাত আলী বলেছেন, আমার কাছে বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে একাডেমিক অনুমোদন। একাধিকবার ইউজিসিতে আবেদন করেছি। কিন্তু এখন পর্যন্ত কোনো সদুত্তর পাচ্ছি না।
রোববার (২ ফেব্রুয়ারী) রাতে নওগাঁ জেলা প্রেস ক্লাবে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ভিসি বলেন, গত বছর ৭ অক্টোবর নওগাঁ বিশ্ববিদ্যালয়ে (নবি) যোগদানের পর থেকে অনেক সমস্যার সম্মুখীন হই। একে একে সব সমস্যা সমাধান করে একাডেমিক কার্যক্রম চালুর জোর প্রচেষ্টা চালাচ্ছি।
ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন, জায়গা নির্ধারণ, বিশ্ববিদ্যালয়ের ক্লাশ শুরুর জন্য বহুতল ভবন নির্ধারণ করা হয়েছে। ক্লাশ শুরুর অপেক্ষায় নওগাঁ বিশ্ববিদ্যালয়। সরকার বাহাদুরের সু-দৃষ্টি, সাংবাদিক ও নওগাঁ বাসীর সহযোগিতা কামনা করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ে জনবল নিয়োগের ক্ষেত্রে কোন অনিয়ম করবো না উল্লেখ করে বলেন, আমি কোনো চাকরি বিক্রি করতে চাই না। দলবাজি করতে চাই না। লোক যখন নিয়োগ হবে তখন বিজ্ঞাপন দেওয়া হবে। গোপনে কোনো নিয়োগ হবে না। মেধার ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।
মিট দ্যা প্রেস অনুষ্ঠানে নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন সহ বিভিন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।#