পাবনাপ্রতিনিধি: উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ পাবনা সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের সমাজবিজ্ঞান বিভাগের রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে চারদিন ব্যাপী অনুষ্ঠান মালা ঘোষণা করা হয়েছে।
উক্ত অনুষ্ঠান উপলক্ষে মঙ্গলবার (১৪ জানুয়ারী ২০২৫) সন্ধ্যায় পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের সমাজবিজ্ঞান বিভাগের রজত জয়ন্তীর অনুষ্ঠান উদ্বোধন করেন জনাব প্রফেসর মো. আব্দুল আওয়াল মিয়া(অধ্যক্ষ-সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ, পাবনা)। উপলক্ষে আয়োজিত উদ্যোক্তা মেলার উদ্বোধন করেন কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মো.আব্দুল আউয়াল মিয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড.এ কে এম শওকত আলী খান স্যার সহ অন্যান্য শিক্ষক মন্ডলীরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মো. আক্তারুজ্জামান। আয়োজক কমিটির নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন। সমাজবিজ্ঞান বিভাগের রজতজয়ন্তী অনুষ্ঠান ১৪ জানুয়ারী ২০২৫ থেকে ১৮ জানুয়ারী ২০২৫ পর্যন্ত চলবে। প্রধান আকর্ষণ হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠান ১৭ জানুয়ারী ২০২৫ অনুষ্ঠিত হবে।
এছাড়াও রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে বিভিন্ন পন্যের সমাহার নিয়ে স্টল বসেছে। পিঠা উৎসব, খাদ্য মেলা সহ বিভিন্ন ধরনের আয়োজন থাকবে স্টল গুলোতে।#