প্রীতিভোজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক, লেঃ কর্ণেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস’ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল, পুলিশ সুপার মোহাম্মদ শাফিউল সারোয়ার, পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ আলীমুজ্জামান মিলন, সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, ডা খালিদ সাইফুল্লাহ, কৃষি অফিসার সোহরাব হোসেনসহ অন্যান্য সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ সুধীজন , প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া প্রতিনিধিগণ প্রমূখ।
বিকেলে প্রীতি ভলিবল খেলা এবং সন্ধ্যায় “হিমেল সন্ধ্যা” সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হয় । ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন ১৪ বিজিবির ইতিহাস, সাফল্য, সীমান্ত রক্ষা ও মানবিক কার্যক্রম সমূহ তুলে ধরেন।
১৯৬৭ সালের ০৮ জানুযারি চট্টগ্রামের ডবলমুরিং এর তৎকালীন ইপিআর এর ১৪তম উইং হিসেবে বর্তমান পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) প্রতিষ্ঠা লাভ করে। আজ থেকে ৫৮ বৎসর পূর্বে অর্থাৎ ১১৯৬৭ সাল হতে অদ্যাবধি এই ব্যাটালিয়ন সরকার কর্তৃক অর্পিত সকল দায়িত্ব এবং দেশমাতৃকার সীমান্ত রক্ষার মত পবিত্র দায়িত্ব অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা ও সুনামের সাথে পালন করে আসছে।
উল্লেখ্য, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে এই ব্যাটালিয়নের ৩৫ জন বিভিন্ন পদবীর সৈনিক শহীদ হন এবং ১৯৮৪ সালে পার্বত্য চট্টগ্রামের মারিশ্যায় দায়িত্ব পালনকালে তৎকালীন শান্তিবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে ০২জন সৈনিক শাহাদাৎ বরণ করেন।#