1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৯:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
সাতক্ষীরা প্রেসক্লাবের সাংবাদিকদের উপর সস্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নেশাজাতীয় অবৈধ ২০০ পিছ ট্যাবপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২ তানোরে ফসলি জমি জবরদখলের অভিযোগ, সেনা কর্মকর্তা পরিচয়ে হুমকি দখলকৃত মসজিদের জমি প্রশাসন ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার বদরগঞ্জে ভিজিডি কার্ডের জামায়াত – বিএনপি তথ্য চাওয়ায় সাংবাদিক হেনেস্থার শিকার বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকারে আরএমপির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পত্নীতলায় অসদুপায় অবলম্বনের দায়ে ২ পরীক্ষার্থী বহিষ্কার আত্রাইয়ে জামাত নেতা বলেন সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ বিভাজনে জামায়াত বিশ্বাসী পুকুরের পানিতে পড়ে তানোরের এক যুবকের মৃত্যু  পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদে রোহিঙ্গাদের জন্ম নিবন্ধনের অভিযোগ : তদন্তে মিলছে না অস্তিত্ব!

নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ স্কাউটস আত্রাই উপজেলার শাখার মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নওগাঁ প্রতিনিধিঃ আত্রাই উপজেলা নবাগত উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ কামাল হোসেন বলেছেন, স্মার্ট বাংলাদেশ গঠনে বাংলাদেশ স্কাউটস হবে আলোকবর্তিকা,যে সবাইকেপান্জেরির ন্যায় আলোর পথ দেখাবে। বৃহস্পতিবার(১৪ নভেম্বর) বিকালে আত্রাই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আত্রাই উপজেলা স্কাউটসের আয়োজনে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে স্কাউটিং এর বিকল্প সেই। ছোট থেকেই শিশু,কিশোর-কিশোরিদের শারীরিক, মানসিক,নৈতিক,বুদ্ধিবৃত্তিক এবং সামাজিক গুণাবলী উন্নয়নের মধ্যমে তাদেরকে পরিবার, সমাজদেশ তথা বিশ্বের স্মার্ট সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য বাংলাদেশ স্কাউটস এক অনন্য সাধারণ নাম। স্মার্ট নাগরিক হতে হলে হাতেকলমে কাজ শেখা,ছোট-দল পদ্ধতিতে কাজ করা,ব্যাজ পদ্ধতির মাধ্যমে কাজের স্বীকৃতি প্রদান, মুক্তাঙ্গনে কাজ সম্পাদন, তিন আঙ্গুলে সালাম ও ডান হাত কমদন, স্কাউট পোষাক, স্কাফ ও ব্যাজ পরিধান এবং সর্বদা স্কাউট আইন ও প্রতিজ্ঞা মেনে চলে কাব,স্কাউটসদের আগামীর বিশ্বের জন্যে নেতা গড়ে উঠতে হবে। স্কাউটসদেরকে আত্নমর্যদা সম্পন্ন,সৎ,চরিত্রবান,কর্মোদ্যোগি,সেবা পরায়ণ,সর্বোপরি সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ স্কাউটস অবিসংবাদী ভূমিকা গ্রহন করেছে। বাংলাদেশ আত্ন-সামাজিক অবস্থা ও মূল্যেবোধ অবক্ষয়ের প্রেক্ষাপটে দেশ ও জাতি গঠনে স্কাউট আন্দোলনের প্রয়োজনীয়তা ও গুরুত্ব অপরিহায।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন এ সময়ে বলেন, সমাজের ও দেশের উন্নয়নের জন্য বৃক্ষরোপন, টিকাদান, স্যানিটেশন ও পরিবেশ সংরক্ষণ, জ্বালানি-সাম্রয়ী চুলা এবং বন্যা ও প্রাকৃতিক দূর্যোগের সময় স্কাউটসদের সেবাদান কমসূচি প্রশংসার দাবিদার। তবে কাব স্কাউটসদের(৬ থেকে১০+বছর বয়সী) বর্তমান তথ্যপ্রযুক্তির নিত্য নতুন আবিস্কারের পাশাপাশি দেশের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে হবে।

তিনি বলেন, পড়ার সময় পড়া,খেলার সময় খেলা এবংকাজের সময় কাজ।কাব স্কাউটসদের উদ্যোক্তা হতে হবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাযহারুল ইসলাম, ইউনাইটেডপ্রেস ক্লাব, আত্রাই, নওগাঁ সভাপতি সাংবাদিক কামাল উদ্দিন টগর, বাংলাদেশ স্কাউটস আত্রাই উপজেলার সাধারণ সম্পাদক মোঃ সালেক উদ্দিন,ডিআরসি(কাব) তারেক মোঃমাহবুবউল আলম,বাংলাদেশ স্কাউটস আত্রাই উপজেলার শাখার সদস্য ও নবাবেরতামবু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেলাল হোসেন, সুদরানামাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ স্কাউটস আত্রাই উপজেলারশাখার সদস্য অমেরেন্দু নাথ সরকার রনী, বেওলা চৌড়বাড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ স্কাউটস আত্রাই উপজেলার শাখার সদস্য মোঃ মোবারক হোসেন সহ বাংলাদেশ স্কাউটস আত্রাই উপজেলার শাখার সকল সদস্য বৃন্দ প্রমূখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট