1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪, ১২:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় মাদক সেবনের অপরাধে ভ্যাম্যমান আদালতে ৫জনের কারাদন্ড বাঘার ইউএনওর এডিসি পদে পদোন্নতি, শুভেচ্ছা জানালো বিএনপি নেতৃবৃন্দ ঠাকুরগাঁও’র হরিপুরে পূর্ব শত্রুতার জেরে ফসলের ক্ষেত নষ্ট, থানায় অভিযোগ পদোন্নতি পাওয়া ইউএনওকে বর্তমান কর্মস্থল বাঘায় রাখার দাবিতে মানবন্ধন খুলনা সহ ১৪ জেলায় ঘূর্ণিঝড় দানার প্রভাবে জলোচ্ছ্বাসের আশঙ্কা সাতক্ষীরায় ঘূর্ণিঝড় দানা’র আতঙ্ক:বেড়িবাঁধ নিয়ে উদ্বেগ সাইটসেভার্স এর সহযোগিতায়,ব্র্যাকের উদ্যোগে দাকোপে উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা  কালীগঞ্জে গাজীপুরের নবাগত ডিসির মতবিনিময় আত্রাইয়ে জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন পত্নীতলায় আশা শিক্ষা কর্মসূচির অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পদোন্নতি পাওয়া ইউএনওকে বর্তমান কর্মস্থল বাঘায় রাখার দাবিতে মানবন্ধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধিঃ পদোন্নতি পাওয়া উপজেলা নির্বাহি অফিসার ( ইউএনও) তরিকুল ইসলামকে তার বর্তমান কর্মস্থল বাঘায় আরো কয়েকমাস জনকল্যাণমুখি কাজ করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন মহল। বুধবার (২৩ অক্টোবর) উপজেলা চত্বরে ছাত্র-জনতার ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালনের মাধ্যমে এমন দাবি করা হয়েছে।

জানা যায়,উপজেলা নির্বাহি অফিসার ( ইউএনও) হিসেবে রাজশাহীর বাঘায় যোগদানের পর জনকল্যাণমূখি কাজ করে সাধারন মানুষের কাছে ভালো মানুষ হিসেবে পরিচিতি পেয়েছেন ইউএনও তরিকুল ইসলাম। বিশেষ করে দেশের পট পরিবর্তনের পর একসাথে অনেকগুলো দায়িত্ব পালন করেছেন ধৈর্য আর নিষ্ঠার সাথে। সেবা নিতে আসা মানুষগুলো বিমুখ হয়ে ফিরে যায়নি কখনো। এরমাঝে পদোন্নতি জনিত বদলির খবরে- মানববন্ধন কর্মসূচি পালনের মাধ্যমে বর্তমান কর্মস্থলে আরো কয়েকমাস রাখার দাবি করেছেন উপজেলার সচেতন মহল।

বক্তারা বলেন, একজন জনবান্ধব অফিসার ইউএনও তরিকুল ইসলাম। তার কার্যালয়ে সেবা নিতে আসা সাধারন মানুষকে যেভাবে সেবা দিয়েছেন,তাতে সৎ,নিষ্ঠাবান অফিসার হিসেবে মুগ্ধ করেছে। তার পদোন্নতিতে আমরা খুশি হলেও এই মূহুর্তে তার চলে যাওয়া আমরা মেনে নিতে পারছিনা। উপজেলা বাসির সেবার মান উন্নয়নে আরো কয়েকমাস বাঘায় স্বপদে রাখার জন্য উর্ধতন কর্তৃপক্ষের নিকট জোর দাবি করছি।

যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল হাসান বাবলু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম চাঁদ,বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি,উপজেলা বিএনপির সদস্য মুখলেছুর রহমান মুকুল,উপজেলা বিএনপির সদস্য সুরুজ্জামান সুরুজ,উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সালেহ উদ্দিন সালাম প্রমুখ। উপস্থিত ছিলেন, অধ্যক্ষ রেজাউল ইসলাম, ইউপি সদস্য কাদের মোল¬া, সাবেক ইউপি সদস্য ছিয়ার আলী, ফিরোজ আহমেদ,মহিলা দলের সভাপতি শাপলা, ছাত্রদলের আহ্বায়ক সেলিম সরকার, যুগ্ন আহবায়ক ফারুক, আসিফ আহমেদ শাওন, তহিদুল ইসলাম কালু সহ শ্রেণি পেশার অসংখ্য মানুষ । এর আগের দিন একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান,উপজেলা বিএনপির আহ্বয়াক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন,বিএনপি নেতা মজিবর রহমান জুয়েল,স্বপন সরকার,হিটলার মন্ডল,ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন,যুবদল নেতা আল আমিন প্রমুখ।

উপজেলা নির্বাহি অফিসার তরিকুল ইসলাম বলেন, পদোন্নতি জনিত বদলির আদেশ হয়েছে। তবে রিলিজ আদেশ হাতে পায়নি। প্রজাতন্ত্রের কর্মচারি হিসেবে বাঘার মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করেছি। সেই ভাললাগা থেকে হয়তো তাদের চাওয়া-পাওয়া। তবে সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করবে আর কতদিন বাঘায় থাকতে পারবো। তবে আমার প্রতি সন্মান দেখানোর জন্য আমি কৃতজ্ঞ ও ধন্য।

উল্লেখ্য, গত বছরের ১৩ ডিসেম্বর উপজেলা নির্বাহি অফিসার হিসেবে বাঘায় যোগদান করেন তরিকুল ইসলাম। গত ১৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব মুহাম্মাদ ইব্রাহীম আলী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়েছেন। বদলির আদেশ জারি করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট