# মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: বিভাগীয় শহর রাজশাহীতে সকালে ঢাক, ঢোল, করতাল, শাখ ও উলুধ্বনীর মধ্যে শারদীয় দুর্গাপূজার মহাদশমী বিহিতপূজা শেষ হয়। পূজা শেষে দেবী দুর্গার চরনে অঞ্জলি প্রদান করেন ভক্তরা। এর পর পরই হিন্দু রমনীরা মেতে উঠে সিঁন্দুর শুভক্ষনে।
রমনীরা দেবী দুর্গার চরণ থেকে সিন্দুর তোলে ও একে অপরকে সিথিতে পড়িয়ে দেয়। চলে মিষ্টি মুখ করানো এবং শারদীয়ার শুভেচ্ছা বিনিময়। এসময় মন্ডপ গুলোতে মিলন মেলায় পরিনত হয়।
এদিকে বিজয় দশমী আজ হলেও শেষ হচ্ছে না শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। সারাদেশের মতো রাজশাহী পূজা উৎযাপন ফ্রন্টর এর সিদ্ধান্ত মেতাবেক কাল রোববার কঠোর নিরাপত্তায় নগরীর কুমারপাড়া সংলগ্ন পদ্মানদীতে প্রতিমা বিসজনের মধ্যে দিয়ে শেষ হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব।
রাজশাহী ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সরকার অসিম কুমার জানিয়েছেন, সুষ্ঠু ভাবে বিসর্জনকাজ শেষ করতে ও অনাকাঙ্খিত ঘটনা এড়াতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। বিসর্জন ঘাট ও এর আশপাশ এলাকায় র্যাব ও পুলিশ মোতায়ন ও গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।#