# ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি………………………
নওগাঁর ধামইরহাটে জাতীয় মৎস্য সপ্তাহের ১ম দিনে সাংবাদিকদের সাথে অসৌজন্যমুলক আচরণ করায় মৎস্য সপ্তাহের সংবাদ সম্মেলন বর্জন করেছে উপজেলা প্রেসক্লাব। এই ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এলাকায়।
জানা গেছে, ২৩ জুলাই সকাল ১০ টায় ধামইরহাট উপজেলা মৎস্য বিভাগে জাতীয় মৎস্য সপ্তাহের নির্ধারিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত হন উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকগণ। এ সময় উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম ও সুফল চন্দ্র বর্মনের সাথে অসৌজন্যমুলক আচরণ করেন এবং বলেন, ২ জনের বেশি সাংবাদিক কেন আসছেন।’ অনুষ্ঠানে স্থানীয় অন্যান্য সাংবাদিকদের সম্মুখে এমন অসম্মানজনক আচরণে ক্ষুব্ধ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদ্বয় সম্মেলন বর্জন করেন।
উপজেলা প্রেসক্লাব সভাপতি আবু মুছা স্বপন বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক, যা মেনে নেয়া যায় না, আমরা বিষয়টি উর্ধবতন কর্তৃপক্ষকে অবহিত করবো এবং উপজেলা মৎস্য বিভাগের সকল কার্যক্রমের সংবাদ বর্জন ঘোষণা করা হলো।#