চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি……………………………………………….
আজ সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবেন্দ্র নাথ উরাঁও, উপপরিচালক, (উপসচিব)স্থানীয় সরকার, চাঁপাইনবাবগঞ্জ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ছাইদুল হাসান, পিপিএম, পুলিশ সুপার, চাঁপাইনবাবগঞ্জ ও ডা. এস এম মাহমুদুর রশিদ, সিভিল সার্জন, চাঁপাইনবাবগঞ্জ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোছাঃ তাছমিনা খাতুন, উপজেলা নির্বাহী অফিসার, চাঁপাইনবাবগঞ্জ সদর। আলোচনা শেষে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ জেলা পর্যায়ে শিবগঞ্জকে শ্রেষ্ঠ উপজেলা, গোমস্তাপুর উপজেলার রহনপুরকে শ্রেষ্ঠ পৌরসভা, নাচোল উপজেলার কসবাকে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পর্যায়ে চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার নারায়নপুর ইউনিয়ন পরিষদকে সম্মান প্রদান করা হয়। চাঁপাইনবাবগঞ্জ-সহ বিভিন্ন দপ্তর ও নির্বাচিত প্রতিনিধিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।#