……………………………………সম্পাদকীয়………………………………………….
রাগ পোহালে পবিত্র ঈদূল আযহা। যথাযোগ্য মর্যাদায় ধর্মপ্রাণ মুসলমানগণ দিনটি উদযাপন করবে। ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশে পালিত হবে বিশ্ব মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। পবিত্র ঈদুল আযহা ও পশু কোরবানির জন্য সারাদেশে চলছে সকল রকমের প্রস্তুতি, শুভেচ্ছা ও অভিনন্দন বিনিময়ের মাধ্যমে সকলে সকলের প্রতি সকল অঙ্গনের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহা”র আন্তরিক শুভেচ্ছা বিনিময়ে ভাষছে বাংলাদেশ।
এ দিকে ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য আগামীকাল মহান আল্লাহর হুকুম অনুযায়ী ওয়াজিব পালনের উদ্দেশ্য হালাল পশু কোরবানির মাধ্যমে মুসলিম জাতির পিতা হয়রত ইব্রাহিম (আঃ) এর ত্যাগ ও মহান আল্লাহর ভালোবাসা পরিপূর্ণ রূপে বাস্তবায়নে লক্ষ্যে প্রিয় বস্তু কোরবানির পরিক্ষার সফলতা অর্জনের স্মৃতি কে বিশ্ব দরবারে উন্মোচন করার লক্ষে বিশ্ব মুসলমান সম্প্রদায় পবিত্র ঈদুল আযহা”র দুই রাকাত নামাজ আদায়ের পর সামার্থ অনুযায়ী বিভিন্ন হালাল পশু কোরবানি করেন। আগামীকাল সেই মাহিন্দ্রখন ইসলামী আঈন অনুযায়ী পশু কোরবানির পর গরিব, দুঃখী, অসহায় এতিম মিসকিন সহ আত্মীয় স্বজনদের মাঝে বিলিয়ে দেওয়ার মাধ্যমে একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য আগামীকাল পালন হবে পবিত্র ঈদুল আযহা” এই ঈদ সকলের জীবন রঙ্গিন করে নতুন করে ভুলভ্রান্তি পিছে ফেলে শান্তির বার্তা দিবেন বলে আশাবাদী বিশ্ব মুসলিম সমাজ। এই দিন বিশ্ব উম্মার সুখ শান্তি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।ঈদ সবার জীবনকে কানায় কানায় ভরিয়ে দিক এ সকলের, আমাদেরও।#