# নিজস্ব প্রতিবেদক…………………………………
বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী আর নেই। মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে নিজের প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন}গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু বাংলানিউজকে বলেন, হি ইজ নো মোর, অফিসিয়ালি এখনও কিছু বলতে পারছি না। আমরা আরও ১০- ১৫মিনিট পর আনুষ্ঠানিকভাবে জানাব।।
একজন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, সমাজকর্মী রাজনৈতিক বিশ্লেষক, মুক্তিযোদ্ধা এবং নাগরিক অধিকার নিয়ে সোচ্চার ছিলেন। তিনি নিজেই একটি প্রতিষ্ঠান। সারাদেশে যিনি স্বল্প আয়ের মানুষের জন্য গড়ে তুলেছেন স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থার জন্য গণস্বাস্থ্য হাসপাতাল। নীরবে নিভৃতে তারে চলে যাওয়া আমাদের মর্মাহত করেছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে আমরা শোকাহত মহান আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, আমীন।#