1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১২:৩০ অপরাহ্ন
সর্বশেষ:

চলতি অর্থবছরের প্রথম আট মাসে সোনামসজিদ স্থলবন্দরে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব ঘাটতি প্রায় ৩০৪ কোটি টাকা

  • প্রকাশের সময় : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ১২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ থেকে………………………………..

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতীয় পণ্য আমদানি কমে অর্ধেকে নেমে এসেছে। আমদানি কমে যাওয়ায় রাজস্ব আদায়ে দেখা দিয়েছে বড় ধরণের ঘাটতি। রাজস্ব বোর্ডের বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে কাস্টম্‌স কর্তৃপক্ষ।

 

কাস্টম্‌স বিভাগ বলছে, এ বন্দর দিয়ে ফল আমাদানি কমে যাওয়ায় রাজস্ব আদায় কমেছে। আমদানিকারকদের দাবি, কয়েক মাস ধরে চাঁপাইনবাবগঞ্জের বাণিজ্যিক ব্যাংকগুলোয় চাহিদা অনুযায়ী ঋণপত্র (এলসি) খোলা যাচ্ছে না। ডলার-সংকটের কথা বলে ব্যাংকগুলো নতুন ঋণপত্র (এলসি) খুলছে না। এর কারণে নেতিবাচক প্রভাব পড়েছে আমদানিতে।

 

কাস্টম্‌স বিভাগের একটি সূত্র জানায়, সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি ব্যাপকভাবে কমে যাওয়ায় ব্যবসায়ীরা যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি সরকারও মোটা অংকের রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।

 

চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) এই স্থলবন্দরে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব ঘাটতি হয়েছে ৩০৪ কোটি ৬০ লাখ ৫৫ হাজার টাকা। এ সময় রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ৬৮১ কোটি ৪৪ লাখ ৩৭ হাজার টাকা। এর বিপরীতে আহরণ হয়েছে ৩৭৬ কোটি ৮৩ লাখ ৮৪ হাজার টাকা।

 

সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারকরা বলছেন, ভারত থেকে স্থলপথে আমদানি পণ্যের বড় অংশ আসে এ পথে। কিন্তু এলসি সংকট ও দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানিতে বিরাজমান সমস্যার কারণে গত ৮ মাস থেকে ভারতীয় পণ্য আমদানিতে ছন্দপতন ঘটেছে। এ কারণে রাজস্ব আদায়ও অস্বাভাবিক হারে কমেছে।

 

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আব্দুল ওয়াহেদ বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে ব্যবসা- বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়েছে। মুদ্রাস্ফীতি ঘটেছে। এই চিত্র শুধু চাঁপাই নবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর নয়। সারা দেশের চিত্র একই। সোনামসজিদ স্থলবন্দর পানামা পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম জানান, সোনামসজিদ স্থলবন্দর মূলত আমদানি-নির্ভর বন্দর। তবে চলতি অর্থবছরে বিভিন্ন কারণে আমদানির পরিমাণ কমেছে।

 

গত (২০২১-২০২২) অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের প্রথম আট মাসে পণ্য আমদানি অর্ধেকে নেমে এসেছে। সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার প্রভাত কুমার সিংহ বলেন, এ বন্দর দিয়ে ফল আমদানি করছেন না ব্যবসায়ীরা। মূলত এ কারণেই রাজস্ব আহরণে ঘাটতি দেখা দিয়েছে। তাছাড়া এলসি সংকটের কারণে এই বন্দরে আমদানি কমেছে। সোনামসজিদ স্থলবন্দর সূত্রে জানা গেছে, কয়েক সপ্তাহ আগেও এই বন্দর দিয়ে প্রতিদিন গড়ে ৩৫০টি ভারতীয় ট্রাক পণ্য নিয়ে বাংলাদেশে প্রবেশ করতো। সেই সংখ্যা কমে এখন ১৫০-১৬০টিতে নেমেছে। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট