# মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি: যশোরের অভয়নগরে জুম্মার নামাজের সময় আলামিন টেলিকম নামের এক ফোন ফ্যাক্স দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। শুক্রবার দুপুরে জুম্মা নামাজের সময় উপজেলার রাজঘাট বাজারে এঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী আলামিন জুম্মার নামাজ পড়তে গেলে দোকানে ভুক্তভোগীর রেখে যাওয়া হাত ব্যাগে ১ লাখ ৪৫ হাজার টাকা দোকানের উপরের চালের টিন কেটে কে বা কারা চুরি করে নিয়ে যায়। ভুক্তভোগী পরে আছরের নামাজ শেষে দোকানে এসে টাকার ব্যাগ চুরিসহ টিনের চাল কাটা দেখে স্থানীয়দের সহযোগীতায় চোর সন্দেহে আসাদুল, রাজা, সিয়াম নামের তিনজনকে আটক করে অভয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে আটক তিনজনকে অভয়নগর থানা পুলিশ ছেড়ে দেয় বলে একাধিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে।
এবিষয়ে উপজেলার রাজঘাট এলাকার মোঃ আব্দুর রশিদ বিশ্বাসের ছেলে আলামিন টেলিকমের মালিক মোঃ আলামিন জানান, আমার দোকানে ব্যাগে নগদ রাখা ১ লাখ ৪৫ হাজার টাকা ও দোকানের মোবাইলের মিনিট কার্ডসহ প্রাই ২ লাখ টাকার মতো চুরি করে নিয়ে গেছে চোরেরা। তিনজনকে আটকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন তিনজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছিল কিন্তু তারা চুরির বিষয়ে কিছু স্বীকার না করায় পুলিশ তাদের ছেড়ে দিয়েছে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এবাদুল করিম বলেন, এ ঘটনায় দোকানের মালিক আলামিন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করে চোরদের শনাক্তের জন্য কাজ করছি।#