# মোঃ আলফাত হোসেন, সাতক্ষীরা…………………………………………..
সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও চারজন। মঙ্গলবার (১৫ আগস্ট) সাতক্ষীরা সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার এ তথ্য জানান।
তিনি জানান, মঙ্গলবার ভোরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কলারোয়ার নাদোখালী এলাকার হাসানুর রহমানের স্ত্রী সোনিয়া খাতুন মৃত্যুবরণ করেছেন। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: জয়ন্ত কুমার সরকার জানান, সোনিয়া খাতুন গত ১০ আগস্ট সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তিনি মারা যান।
তিনি আরও জানান, গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সাতক্ষীরায় ২৫০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। এর মধ্যে ২০২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে দুইজন। অন্যত্র রেফার্ড করা হয়েছে ২০ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ২৬জন রোগী।#