স্টাফ রিপোর্টার: গত শুক্রবার বাদ জুমা’আ রাজশাহীর পবা উপজেলার দারুশা কেন্দ্রীয় জামে মসজিদের ৩বছর (২০২৫-২০২৭) মেয়াদি ১৮সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। এতে পবা উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ও দৈনিক নতুন প্রভাতের পবা প্রতিনিধি সিনিয়র সহ:সভাপতি নির্বাচিত হয়েছেন।
কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সভাপতি- আলহাজ্ব মোঃ সাজামুুল ইসলাম তোতা, সহ- সভাপতি ১. মোঃ মাসুদ রানা, সহ-সভাপতি ২. সজিবুল হাসান জীবন, সেক্রেটারি- আলহাজ্ব রহিদুল ইসলাম কামাল, সহ-সেক্রটারি- মোহাম্মদ নাসিম, ক্যাশিয়ার- এমদাদুল হক মিলন, সহ-ক্যাশিয়ার- মোঃ হাবিবুর রহমান।
এছাড়া সাধারণ সদস্যগন হলেন: মোঃ জুলকার নাইন সবুজ, মোঃ গোলাম মোস্তফা, মিজানুর রহমান তোতা, মোঃ সাইফুল রুম্মান, মোঃ বাবলু রহমান, মোঃ রহিদুল ইসলাম, মোঃ মাহাতাব উদ্দীন, মনোয়ার হোসেন সজিব, আব্দুল্লাহ আল মাসুদ সুজন, মোঃ জাহির উদ্দিন।
এছাড়াও কার্যনির্বাহী কমিটিকে সহযোগিতার জন্য এলাকার বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ১৮সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়। পরে ঐ দিনই বিকালে যৌথ-কমিটির সভায়- এডহক কমিটি নব গঠিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করেন।
সাংবাদিক দিনার উক্ত কমিটিতে সিনিয়র সহ:সভাপতি নির্বাচিত হওয়ায় পবা উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী প্রেসক্লাবের সদস্য জিয়াউল কবীর স্বপন ক্লাবের পক্ষে অভিনন্দন জানিয়েছেন।#