নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম….
বিগত পনের বছর পর প্রকাশ্যে উৎসব আমেজে ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে সন্দ্বীপ উপজেলা যুবদল।এ উপলক্ষে রোববার সন্দীপ উপজেলা গাছুয়া ইউনিয়ন যুবদল বিভিন্ন কর্মসূচি পালন করে। তারমধ্যে ছিল কোরআন খতম, মিলাদ মাহফিল ও আলোচনা সভা।
তুইছান কোম্পানির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা বাবুল মেম্বার বলেন,আজ সন্দ্বীপবাসীদের অংশ গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে। কিন্তুু এমনও দিন আমরা পার করেছি, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে দেয় নাই সেই স্বৈরাচারী সরকার। পুলিশ লেলিয়ে দিয়ে ঘর থেকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল। আজকে ১৫ বছর পর ঘরের ছেলেরা ঘরে ফিরেছে।
দেশ ছাড়া হয়েছে সেই স্বৈরাচারী। আয়োজক মোহাম্মদ ওসমান গনি জানান, বিগত পনেরটি বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দদেরকে কোণঠাসা করে রেখেছিল ফ্যাসিবাদী সরকার। জুলুম নির্যাতনে দলের নেতৃবৃন্দরা হয়েছিল এলাকা, বাড়ি ছাড়া। ছাত্র-জনতার হাতে খুনি হাসিনার সরকার পদত্যাগের পর নেতৃবৃন্দরা নিজেদের এলাকায় এসে আলো-বাতাস গ্রহণ করছে। বিগত পনের বছর তারা ছিলেন এলাকা ছাড়া।
তিনি আরও বলেন, সেই স্বৈরাচারী সরকার বিএনপিসহ দেশের জনগণের বাকশক্তি কেড়ে নিয়েছিল। অন্যায়কে অন্যায় বলা যেতো না। প্রতিবাদ করা যেতো না। মিথ্যা গায়েবী মামলা দিয়ে আমাদের নেতা-কর্মীদেরকে কারাগারে পাঠানো হয়েছিল। দেশে হরিলুটের রাজত্ব চালিয়েছে। আজ তা প্রমাণিত হচ্ছে।
ওসমান গণি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে পনেরটি বছর রাজপথে আন্দোন, সংগ্রাম করেছে। ভোটের অধিকার নিশ্চিত করতে গিয়ে গুম করা হয়েছে অনেক নেতাকে। গায়েবী মামলাসহ মিথ্যা মামলায় আসামি করা হয়েছে বিএনপির নেতৃবৃন্দদেরকে। আজ সত্যের উম্মোচন হয়েছে। মিথ্যা মামলা থেকে মুক্তি পাচ্ছে বিএনপির নেতা-কর্মীরা।
আলোচনা সভায় যুবদল নেতা মোহাম্মদ পারভেজ, আবদুর রহিম বাদশা, তুইছান কোম্পানি, সাহাব উদদীন সুমন, মোহাম্মদ সাইফ, সাইফুল ইসলাম, আরিয়ন প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া আয়োজক কমিটির মোহাম্মদ ওসমান গণি, মো.পারভেজ, আব্দুর রহিম বাদশা ও আলতাফ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গলের জন্য মোনাজাত করা হয়।#