শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি………………………………………………………
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রন প্রকল্পের আওতায় ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূলের লক্ষে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান ক্যাম্পাইনের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩০সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল।
এসময় উপজেলা প্রাণি সম্পদ অফিসের কর্মকর্তা-কর্মচারী সহ এলাকার গন্যমাণ্য ব্যক্তি উপস্থিত ছিলেন। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ শাহাদাৎ হোসেনে বলেন শিবগঞ্জ উপজেলায় প্রাই ৪ লক্ষ ছাগল ও ভেড়াকে ২৫৬টি ক্যাম্পের মাধ্যমে ৩০ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১০দিনে বিনামূল্যে পিপিআর টিকা দেওয়া হবে।#