
বিশেষ প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতাঃ শিবগঞ্জে দূর্বৃত্তরা বি এন পি দলের ধানের শীষ প্রতীকের ব্যানার পুড়িয়ে ফেলেছে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের গোলাপের হাটের পাশে রাস্তার গাছের সাথে বি এনপি প্রার্থী অধ্যাপক শাহজাহান আলি মিঞার ধানের শীষ প্রতীকের ঝুলানো ব্যানার গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে দূর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে। এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে দূর্বৃত্তদের এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। শনাক্তের চেষ্টা চলছে।
শিবগঞ্জ ১ আসনের রিটার্নিং অফিসার ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ বলেন ঘটনাটি আমি কেবল জানলাম।। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।#