# আব্দুল বাতেন, শিবগঞ্জ: ঐতিহাসিক ৭ নভেম্বর আজ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবে দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে গিয়েছিল। দেশ ও জাতি পেয়েছিল নতুন দিশা এরই লক্ষ্যে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার বিকালে শাহবাজপুর ইউনিয়নের চাকপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও বাবুল হোসেন বাবুর সঞ্চালনায়।
প্রধান অতিথির বক্তব্যে ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল ইসলাম আদিনা বলেন ১৯৭৫ সালের এই দিনে আধিপত্যবাদী চক্রের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আমাদের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে সিপাহী-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিল। তাদের ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমেই রক্ষা পায় সদ্য অর্জিত বাংলাদেশের স্বাধীনতা। এই পট পরিবর্তনের পর জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী সত্ত্বা লাভ করে। এই দিন থেকে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়।
বিশেষ অতিথি ছিলেন, শাহবাজপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুর রহমান, শাহবাজপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রেজাউল করিম সোহরুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন ডালিম, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ইউসুফ আলি, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেনী আমিন (নবীন), সেচ্ছাসেবক দলের সদস্য সচিব পলাশ মাহমুদ, সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আব্দুর রহমান, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেনসহ ছাত্রদল, যুবদল, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
বেনী আমিন (নবীন) বলেন, আজকের এই প্রোগ্রাম থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের ফোরামের দাবি হলো বাংলাদেশে সাধারণ জনগণের ভোটে সরকার গঠনের জন্য অতিসত্বর নির্বাচনী তারিখ ও রোডম্যাপ ঘোষণা করার। ৭ই নভেম্বর যদি আমরা স্বাধীন না থাকতাম তাহলে বড় বড় পদে কোন সাহেব থাকতো না। যেহেতু এটি আমাদের কাছে একটি স্বাধীনতা ছিল সেহেতু ৭ই নভেম্বর কে জাতীয় ছুটি ঘোষণা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি।#