নাজিম হাসান.রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহীতে বিভিন্ন আয়োজনের মধ্যেদিয়ে শিক্ষক দিবস পালন করা হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে দশটায় নগরীর জিরোপয়েন্টে সমাবেশ শেষে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি,বর্ণাঢ্য র্যালিটি সাহেব বাজার, মনি চত্বর হয়ে পুনরায় সাহেব বাজার জিরোপয়েন্টে এসে শেষ হয়।
এসময় বক্তারা বলেন,শিক্ষককাই একমাত্র ব্যক্তি, যারা অন্যের সন্তানের সাফল্য দেখে নিজে গর্ববোধ করেন। শিক্ষকেরায় জাতি গড়ার কারিগর, ১৯৯৪ সাল থেকে জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কোর উদ্যোগে প্রতিবছর ৫ অক্টোবর এ দিবসটি উদযাপিত হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। শিক্ষক দিবসটির প্রতিপাদ্য বিষয় যে শিক্ষা গ্রহণ করতে চাই তার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষক,শিক্ষকের স্বল্পতা কাটানো বৈশ্বিক দাবি,বর্তমান প্রেক্ষাপটে।
বাংলাদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো ৮০ ভাগেই নিয়ন্ত্রণ করে বেসরকারি শিক্ষকগণ বর্তমানে শিক্ষকদের যে বাড়ি ভাড়াও বেতন ভাতা দেওয়া হয় তা মানসম্মত নয়। বর্তমান খাদ্য দ্রব্যের উদগগতি বাজারে একজন শিক্ষকের ১২০০০-১৪০০০ হাজার টাকা বেতনে পেয়ে আর্থিক সামাজিকভাবে বেঁচে থাকা খুবই কষ্টকর। এই আধুনিক যুগেও শিক্ষকদের পেশাগত উন্নয়ন,মানসিক সুস্থতা কিংবা আধুনিক পাঠদানের জন্য সহযোগিতামূলক কাঠামো এখনো সীমিত। যাহা শিক্ষার মানকে ব্যাহত করে এবং শিক্ষকদের পেশায় টিকে থাকার আগ্রহকেও কমিয়ে দেয়।
বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক স্বল্পতার কারণে পাঠদান ও প্রতিষ্ঠান পরিচালনা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে । সমাবেশ ও বর্ণাঢ্য র্যালিতে উপস্থিত ছিলেন, প্রফেসর মোঃ কামরুল আহসান, সভাপতি বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রাজশাহী মহানগর।
ড.মোঃ কুদ্দুসুর রহমান,সাধারণ সম্পাদক বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রাজশাহী মহানগর। ড. ওবায়দুল্লাহ, সভাপতি বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রাজশাহী রাজশাহী জেলা। অধ্যক্ষ মাহবুবুল হাসান বুলবুল,উপদেষ্টা ,বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রাজশাহী মহানগর। অধ্যক্ষ মোঃ শাহাদাত হোসেন,সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর ও উপদেষ্টা বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রাজশাহী মহানগর। অধ্যক্ষ আব্দুর রাজ্জাক রিপন,শিক্ষক
ফেডারেশন নেতা রাজশাহী প্রমুখ।#