মোঃ সোহাগ আলী, নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক ইমদাদুল হক দেশের শীর্ষস্থানীয় জাতীয় টেলিভিশন চ্যানেল এস টিভি-তে রাজশাহী জেলার প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন। এই নিয়োগকে রাজশাহীর সাংবাদিক সমাজ এক গর্বের অর্জন হিসেবে দেখছে।
প্রবীণ সাংবাদিকরা জানান, ইমদাদুল হক দীর্ঘ ২২ বছরের নিষ্ঠা, পেশাদারিত্ব, দায়িত্ববোধ ও নিরপেক্ষ সাংবাদিকতা তাঁকে এই পর্যায়ে পৌঁছে দিয়েছে। রাজশাহী মডেল প্রেসক্লাব পরিবার এক অভিনন্দন বার্তায় ইমদাদুল হককে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, এই অর্জন শুধু একজন সাংবাদিকের ব্যক্তিগত সাফল্য নয়, বরং রাজশাহীর সাংবাদিক সমাজের জন্যও এটি এক অনুপ্রেরণার প্রতীক। আমরা বিশ্বাস করি, তাঁর নেতৃত্বে রাজশাহীর চিত্র আরও বস্তুনিষ্ঠভাবে জাতীয় পর্দায় উঠে আসবে।
ইমদাদুল হক দীর্ঘদিন ধরে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে সুনাম ও নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন। তাঁর দায়িত্বশীল সংবাদ পরিবেশন ও ইতিবাচক ভূমিকা ইতোমধ্যেই রাজশাহীর গণমাধ্যম অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে। সাংবাদিকতার পাশাপাশি তিনি অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে ভালোবাসেন, এবং যে কোনো সাংবাদিক হামলা মিথ্যা মামলা, হয়রানি, বা প্রাণনাশের হুমকির মুখে পড়লে ইমদাদুল হক তাঁদের পাশে দাড়িয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সোচ্চার থাকেন। তার এমন নেতৃত্বের কারণে আজ রাজশাহীতে তিনি আলোচনার জোয়ারে ভাসছেন। তিনি নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের কারণে একাধিকবার রাজশাহী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে হিসাবে নির্বাচিত হয়েছেন। তিনি সংগঠনের দায়িত্ব পাওয়ার পরে সংগঠনকে সুসংগঠিত করেছেন এবং তরুণ সাংবাদিকদের প্রেরণার উৎসে পরিণত করেছে।
এ সকল বিষয়ে রাজশাহী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমদাদুল হক বলেন, সাংবাদিকতা আমার পেশা নয়, এটি আমার নৈতিক দায়িত্ব ও ভালোবাসা। আমি সবসময় রাজশাহীর সাধারণ মানুষের কণ্ঠস্বরকে জাতীয় পরিসরে তুলে ধরতে চেয়েছি। চ্যানেল এস টিভির প্রতিনিধি হিসেবে সেই দায়িত্ব আরও বড় পরিসরে পালনের সুযোগ পেয়ে আমি গর্বিত ও অনুপ্রাণিত। রাজশাহীর সাংবাদিক সমাজ মনে করছে ইমদাদুল হকের মতো একজন অভিজ্ঞ, সৎ ও মানবিক সাংবাদিকের জাতীয় টেলিভিশনে দায়িত্ব পাওয়া রাজশাহীর জন্য এক অনন্য সম্মান ও প্রেরণার বিষয়।#