# মোহনপুর প্রতিনিধি…………………………….
রাজশাহীর মোহনপুর উপজেলা ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ ০৪ ই জানুয়ারী বুধবার বিকেলে আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে ঐতিহ্যবাহী ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী বের হয়ে রাজশাহী-নওগাঁ মহাসড়ক প্রদক্ষিণ শেষে। দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক,সাধারণ সম্পাদক মোর্শেদ আলম খানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন পবা-মোহনপুর-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি,বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ্যাড: আব্দুস সালাম,সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ,কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ,ইউপি চেয়ারম্যান হযরত আলী,ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নানপ্রমুখ।#