1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪, ১২:২৯ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় মাদক সেবনের অপরাধে ভ্যাম্যমান আদালতে ৫জনের কারাদন্ড বাঘার ইউএনওর এডিসি পদে পদোন্নতি, শুভেচ্ছা জানালো বিএনপি নেতৃবৃন্দ ঠাকুরগাঁও’র হরিপুরে পূর্ব শত্রুতার জেরে ফসলের ক্ষেত নষ্ট, থানায় অভিযোগ পদোন্নতি পাওয়া ইউএনওকে বর্তমান কর্মস্থল বাঘায় রাখার দাবিতে মানবন্ধন খুলনা সহ ১৪ জেলায় ঘূর্ণিঝড় দানার প্রভাবে জলোচ্ছ্বাসের আশঙ্কা সাতক্ষীরায় ঘূর্ণিঝড় দানা’র আতঙ্ক:বেড়িবাঁধ নিয়ে উদ্বেগ সাইটসেভার্স এর সহযোগিতায়,ব্র্যাকের উদ্যোগে দাকোপে উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা  কালীগঞ্জে গাজীপুরের নবাগত ডিসির মতবিনিময় আত্রাইয়ে জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন পত্নীতলায় আশা শিক্ষা কর্মসূচির অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীর বাঘা পৌরসভা নির্বাচনঃ কে হচ্ছেন পৌর পিতা! প্রচারণা তুঙ্গে

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

আব্দুল লতিফ মিয়া, বাঘা, রাজশাহী থেকে………………………………

রাজশাহীর বাঘা উপজেলার রাজনৈতিক অঙ্গণে এখন পৌরসভা নির্বাচন নিয়ে চলছে তুমুল আলোচনা। আগামী ২৯ ডিসেম্বর এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠি হবে। তাই উপজেলায় হাট-বাজার, মাঠে ঘাটে ও চায়ের দোকানে নির্বাচনী আলোচনা এখন সবার মুখে মুখে। প্রচারণায় সরব হয়ে ওঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম।এসব প্রচারণায় ইতিবাচক সাড়া মিলেছে সর্বমহলে। তবে কে হচ্ছেন পৌর পিতা? তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ।

 

অনেকেই বলছেন মেয়র প্রার্থীর সবাইকে পেছনে ফেলে আ’লীগ দলীয় প্রার্থী শাহিনুর রহমান পিন্টু এগিয়ে গেছেন।এ অবস্থা ধরে রাখতে পারলে শাহিনুর রহমান পিন্টুর বিজয় সুনিশ্চিত। তবে অপর ৪ প্রার্থীর মধ্যে ৩জনের সাথে লড়াই হতে পারে বলে মন্তব্য করেছেন অনেকেই। কে সেই ৩ প্রার্থী এমন জিজ্ঞাসায় মুখ খুলছেননা কেউ। চায়ের আড্ডায়,পৌরসভার মোড়ে,এখন শুধুই আলোচনা-সমালোচনা কে হচ্ছেন পৌর পিতা। আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে মেয়র পদে লড়ছেন,সাবেক পৌর মেয়র ও জেলা আ’লীগের সদস্য (বহিস্কৃত) আক্কাছ আলী(জগ), উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু (নৌকা), বিএনপির পৌরসভার সভাপতি(বহিস্কৃত) কামাল হোসেন (কম্পিউটার), পৌর জামায়াতের আমির প্রভাষক সাইফুল ইসলাম(নারিকেল গাছ) ও ইসরাফিল বিশ্বাশ (মোবাইল ফোন) আ’লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন শাহিনুর রহমান (পিন্টু)। আর দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আক্কাছ আলী।

 

দলীয় প্রতীকের বাইরে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন কামাল হোসেন ও প্রভাষক সাইফুল ইসলাম। র্নিদলীয় প্রার্থী এসরাফিল বিশ্বাস। সে ক্ষেত্রে শাহিনুর রহমান পিন্টু উদীয়মান তরুন হলেও বিগত কাজের মূল্যায়নে অনেকটাই এগিয়ে। তার সাথে রয়েছেন দলের সিনিয়র নেতারাও। আর বিগত নির্বাচনের অভিজ্ঞতা নিয়ে দলের বাইরে থেকে লড়ছেন আক্কাছ আলী। আর দল নির্ভর কামাল হোসেন ও সাইফুল ইসলাম।

 

ভোটারদের মতে আক্কাছ আলীর জনপ্রিয়তা থাকলেও রাজনৈতিক অঙ্গনে অল্প বয়সেই জনতার মন জয় করতে সক্ষম হয়েছেন শাহিনুর রহমান পিন্টু । তাই তরুণ এই নেতাকে নিয়ে বাঘা পৌরসভার সাধারণ ভোটারদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা। মিছিল মিটিং এ সরব শাহিনুর রহমান পিন্টু। আর মন্থর গতিতে আগানোর চেষ্টা অন্যান্য প্রার্থীদের। শাহিনুর রহমান পিন্টু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করেই রাজনীতি করে আসছি। দলের সুসময়-দুঃসময়ে পাশে থেকেছি। রাজপথের পাশাপাশি সব সময় তৃণমূল নেতাকর্মীদের নিয়ে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। জনগনের সেবক হয়ে বাঘা পৌরসভাকে বাংলাদেশের একটি মডেল পৌরসভা বিনির্মাণে কাজ করতে চাই।

 

শাহিনুর রহমান পিন্টু বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রেখে তার হাতকে শক্তিশালী করতে আমি বদ্ধ পরিকর । নির্বাচনে জয়ের আশা তার। বিজয় ছিনিয়ে নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন অন্য মেয়র প্রার্থীরাও। বর্তমানে তিনি বাঘা পৌরসভার প্যানেল মেয়র-১ এর দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ২০১৭ সালে বাঘা পৌরসভা নির্বাচনে ৫ নং ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হন।

 

এছাড়া শাহিনুর রহমান পিন্টু বাঘা উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনও করেছেন। পৌর নির্বাচনে সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ১৩জন,৯টি সাধারন ওয়ার্ডে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।পৌরসভার ৯টি ওয়ার্ডের ১১ টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে । উপজেলা নির্বাচন অফিসার মুজিবুল আলম বলেন, পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ৬৬৯। তার মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৮১২ এবং নারী ভোটার ১৫ হাজার ৮৭৭।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট