1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
 অন্তঃসত্ত্বা ভারতীয় নারীকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি শাহরিয়ার ইলেভেনেস চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে ট্রফি উন্মোচন, কেক কাটা ও প্রীতিভোজ অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রূপসা উপজেলা প্রেসক্লাবে দোয়া  রূপসায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাকির হোসেন বাকুর দাফন সম্পন্ন পাবনা-৪ আসনের ভোটাররা  ক্লিন ইমেজের র্প্রাথীর অপেক্ষায় প্রহর গুণছে  দুর্গাপুরে আলেম সমাজকে নিয়ে জামায়াতের উলামা সমাবেশ পারিবারিক আবেগের প্রতি শ্রদ্ধা: বিএসএফ–বিজিবির সমন্বয়ে মরদেহ দেখার সুযোগ কবিতা……….. বেগম জিয়া সবার কাছে গ্রহণযোগ্য নেত্রী: রাজশাহীতে দোয়া মাহফিলে মিনু কালীগঞ্জে তিন দফা দাবি বাস্তবায়নে শিক্ষকদের প্রতিবাদ সভা ও স্মারকলিপি কর্মসূচি পালন

রাজশাহীর বাঘায় স্কুল ছাত্রীকে ধর্ষণ, মামলা দায়ের, অভিযুক্তদের  আত্মগোপন

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ২৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি………………………………………………….

রাজশাহীর বাঘায় এগারো বছর বয়সের চতুর্থ শেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। ছাত্রীর চাচা সাইদুর রহমান বাদি হয়ে মঙ্গলবার (১৩ জুন) রাতে মামলাটি দায়ের করেছেন। বুধবার (১৪ জুন) সকালে ছাত্রীর শারিরিক পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। ধর্ষনের এ ঘটনাটি ঘটেছে উপজেলার পদ্মার চরাঞ্চলের চবরাজাপুর ইউনিয়নের দাদপুর গ্রামে।

 

জানা গেছে, স্কুলে যেতে না চাওয়ায় মঙ্গলবার সকালের দিকে ছাত্রীকে বকাঝকা করেন চাচা সাইদুর রহমান। এতে মন খারাপ করে বাড়ি থেকে বের হয়ে চকরাজাপুর বাজারে যাতায়াতের পাকা রাস্তা দিয়ে যাচ্ছিল ওই ছাত্রী। পথি মধ্যে অপরদিক থেকে মোটরবাইকে আসা ৩জন ছাত্রীকে একা দেখে কথা বার্তা বলার এক পর্যায়ে তাকে উদপুর গ্রামের আমানের খালের পাশের পাট ক্ষেতে নিয়ে গিয়ে শিমুল হোসেনে (৩৫) নামের একজন ধর্ষন করে। অপর ২জন- পারভেজ আলী(২৩) ও রকি আহমেদ পাহারা দিচ্ছিল। শিমুল হোসেন পলাশি ফতেপুর গ্রামের মোজাম হোসেনের ছেলে। পারভেজ আব্দুল রহিমের ও রকি আহমেদ আসলাম আলীর ছেলে।

 

স্থানীয়রা জানান,ছাত্রীর মা আমেরজান বিবি সৌদি প্রবাসি। পিতা জাহিদুল ইসলাম ঢাকায় রিকসা চালান। ওই ছাত্রী ও তার ছোট ভাই দাদার কাছে থেকে লেখা পড়া করে। মামলার বাদি সাইদুর রহমান জানান, ছাত্রীর মুখে বিষয়টি জানার পর এলাকার লোকজন তাদের ধাওয়া করে। এর পর তারা আত্মগোপনে চলে যায়। পরে মঙ্গলবার (১৩ জুন) রাতে শিমুল হোসেনকে প্রধান আসামী করে ৩জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন।

 

ওই ছাত্রীর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান জানান, দ্বিতীয় সিপটের ১২ টার ক্লাশে তার স্কুলে আসার কথা ছিল। কিন্তু মঙ্গলবার ১০ টার দিকে ঘটনার কারণে স্কুলে আসেনি বলে জানান। চকরাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডিএম বাবুল মনোয়ার বলেন, দুই সন্তানের জনক শিমুলসহ অপর ২জন পারভেজ ও রকি আহমেদ দিনমজুর। রাজ মিস্ত্রী থেকে যখন যে কাজ পায় করে। আইনের মাধ্যমে দোষীরা সাজা পাক, সেটা চাই।

 

সরেজমিন ঘটনাস্থল এলাকায় গিয়ে মামলায় অভিযুক্তদের পাওয়া যায়নি। শিমুলের বাড়ি ছিল তালাবদ্ধ। তার ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগ করলে সেটি বন্ধ পাওয়া যায়। রকির পিতা আসলাম ব্যাপারি জানান, তার ছেলে শিমুল হোসেনের সাথে কাজ করে। সেই সুবাদে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে জেনেছেন বিষয়টি নিয়ে মামলা হয়েছে ।

 

অফিসার ইনচার্জ(ওসি) খায়রুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীদের গ্রেফতারের অভিযান চলছে। ছাত্রীর শারিরিক পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। দুইদিন পর আদালতে তোলা হবে। পরবর্তীতে মেডিকেল রিপোর্ট অনুযায়ী তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট