1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
কুষ্টিয়ায় শিশু ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী দাদা গ্রেপ্তার মান্দায় লুটপাটের পর পুড়িয়ে দেওয়া হলো বসতবাড়ি, গ্রেপ্তার ৯ রাণীশংকৈলে গণসংবর্ধনায় সিক্ত সহকারী অ্যাটর্নি জেনারেল মুকুল  বাঘায় জামায়াত-শিবিরের অপপ্রচারের প্রতিবাদে বিএনপির পাল্টা বিক্ষোভ মিছিল প্রধান উপদেষ্টা ব্যাংকক পৌঁছেছেন  রাজধানীতে নারী সাংবাদিককে হেনস্তার অভিযোগে তিনজন গ্রেফতার জামায়াতকে চাঁদা-অস্ত্রবাজ ও রগকাটার দল বলায় বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে রাজশাহী জেলা জামায়াতের তীব্র প্রতিবাদ বাঘায় জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)’র কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) ইমরান ইমনের সৌজন্য সাক্ষাত-মতবিনিময় গাইবান্ধার সুন্দরগঞ্জে কতিপয় সন্ত্রাসীরা সাংবাদিক সুমার প্রাণনাশের হুমকি দিয়েছে মনের টানে বাঘায় আধ্যাত্বিক দরবেশের ওরশ অনুষ্ঠানে হাজার হাজার মানুষ

রাজশাহীর বাগমারায় কৃষকলীগের সম্মেলনে সভাপতি মহসিন সম্পাদক বাবু

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ১৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

নুর কুতুবুল আলম, বাগমারা, রাজশাহী …………

রাজশাহীর বাগমারায় দীর্ঘ নয় বছর পর জমকালো আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো উপজেলা আওয়ামী কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে শুক্রবার বিকেলে ভবানীগঞ্জ নিউ মার্কেট প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দেন অতিথিবৃন্দ। পরে নিউ মার্কেট মিলনায়তনে ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। ত্রি-বার্ষিক সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মহসিন আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব আসাদুজ্জামানের পরিচালনায় প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।

উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। প্রধান অতিথি বলেন, নেতৃত্ব দিতে গেলে দক্ষ হতে হবে। সংগঠনের কাজ করতে হবে। শুধু পদ থাকলে নেতা হওয়া যায় না। নেতা হলে কাজ করতে হবে। সংগঠন এমনি এমনি চলে না। নেতাকেই সংগঠন পরিচালনা করতে হয়। সংগঠনের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোন কাজে জড়িত থাকা যাবে না।

 

তিনি বলেন, নেতা সব সময় সংগঠনের পাশাপাশি কর্মীর আস্থাভাজন হবেন। নিজেই নিজেকে নেতা হিসেবে তৈরি করার দরকার নেই। সংগঠনের কাজ করুক কর্মীরাই আপনাকে নেতা হিসেবে স্বীকৃতি দেবে। সংগঠন যেটাই হোক আওয়ামী লীগের বাইরে কেউ না। প্রতিটি নির্বাচনে নৌকার বিজয় ঘটাতে হবে। নৌকার বিজয় মানে দেশ বাসীর বিজয়। নৌকা ক্ষমতায় গেলে মানুষ শান্তিতে থাকে। তাই দলমত নির্বিশেষে নৌকার বিজয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধক ছিলেন রাজশাহী জেলা কৃষকলীগের আহবায়ক অধ্যক্ষ তাজবুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জেলা কৃষকলীগের সদস্য সচিব বিমল সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষকলীগ কেন্দ্রী কমিটির সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, সাখাওয়াত হোসেন সুইট, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, মৎস্য ও প্রাণী বিষয়ক সম্পাদক শামসুদ্দিন আল আজাদ, কৃষি বিষয়ক সম্পাদক আজমল হোসেন, সদস্য আবুল খায়ের নাইম, রবিউল আলম বাবু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌর মেয়র আব্দুল মালেক মন্ডল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, রিয়াজ উদ্দীন আহমেদ, আফতাব উদ্দীন আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, আল-মামুন, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার, সদস্য আবুল কালাম আজাদ, এসএম এনামুল হক, জাহেদুর রহিম মিঠু, বকুল খরাদী, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন সহ আওয়ামী লীগ ও সংযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে রাজশাহী জেলা কৃষকলীগের আহবায়ক অধ্যক্ষ তাজবুল ইসলামের সভাপতিত্বে ৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। তাঁরা হলেন সভাপতি মহসিন আলী, সহ-সভাপতি তাহমিনা ইয়াসমিন মিনা, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ কামরুজ্জামান ও নজরুল ইসলাম। আগামী ১৫ দিনের মধ্যে উপজেলা আওয়ামী কৃষকলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট