বাগমারা, রাজশাহী প্রতিনিধি………………………………
রাজশাহীর বাগমারার উপজেলার ঝিকরা ইউনিয়নে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টায় তাহেরপুর আই কেয়ার এন্ড ফ্যাকো সেন্টার উদ্যোগে ঝিকড়া ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম এর সার্বিক সহযোগিতায় ঝিকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে চক্ষু শিবির আরম্ভ হয়।
তাহেরপুর আই কেয়ার এন্ড ফ্যাকো সেন্টার এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ মোখলেসুর রহমান(পলাশ)এর পরিচালণায় চক্ষু চিকিৎসা প্রদান ও চোখ দিয়ে কাছে দেখতে যাদের সমস্যা হয় এ ধরনের চক্ষু রোগিদের বিনামূল্য চশমা দেন তাহেরপুর আই কেয়ার এন্ড ফ্যাকো সেন্টার।
এ ব্যাপারে ঝিকরা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, চোখ মানুষের অমূল্য সম্পদ। ঝিকরা বাসীর চোখের চিকিৎসা সহজতর ও হয়রানি মুক্ত করার জন্য এই চক্ষু শিবির আয়োজন করছি। চক্ষু চিকিৎসা নিতে আসা ব্যাক্তিবর্গরা বলেন, আমরা সহজে হাতের নাগালে চক্ষু চিকিৎসা পেয়ে অনেক কৃতজ্ঞ। এ ধরণের চক্ষু শিবির আয়োজন করার জন্য ঝিকড়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ও তাহেরপুর আই কেয়ার এন্ড ফ্যাকো সেন্টার কে সাধুবাদ জানাই ও তাঁদের কল্যাণ কামনা করছি।#