রাজশাহী জেলা প্রতিনিধি………………………………………………
মাওলানা ভাসানীর আদর্শ প্রতিষ্ঠায় আমরা অঙ্গীকারবদ্ধ ।” এই স্লোগানকে লালন করে ভাসানী অনুসারী পরিষদ বাগমারা উপজেলা শাখার উদ্যোগে ১৭ নভেম্বর মাওলানা ভাসানীর মৃত্যু দিবস উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করার দাবীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২৪ ডিসেম্বর) বাগমারা উপজেলার ভবানীগঞ্জে অততিজারা ভবনের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাইদুর রহমান এর সঞ্চালনায় ভাসানী অনুসারী পরিষদ রাজশাহী জেলা সহ-সভাপতি ও বাগমারা উপজেলা শাখার সভাপতি আনিসুর রহমান দুদনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভাসানী অনুসারী পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহবায়ক ও রাজশাহী মহানগরীর সভাপতি ( রাজশাহী-৪ বাগমারা আসনের সম্ভাব্য এম. পি পদপ্রার্থী) ড. মোহাম্মাদ আবু ইউসুফ সেলিম।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহবায়ক ইসমাইল, ভাসানী অনুসারী পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলার সভাপতি এশারুল ইসলাম, ভাসানী অনুসারী পরিষদ রাজশাহী জেলার সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ ভাসানী অনুসারী পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,নতুন প্রজন্মের কেউ ভাসানীর সম্পর্কে অতটা জানেন না, আমি বলি যার জন্ম না হলে এই বাংলাদেশের জন্ম হতো না। যার জন্ম না হলে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা হতো না, যার জন্ম না হলে শেখ মুজিবুর রহমান জাতির পিতা হতে পারত না, এগুলো ইতিহাসের নির্ধারিত কথা। তিনি আরো বলেন ভাসানী তৎকালীন সময়ে মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হয়।
এ-সময় ভাসানী অনুসারী পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহবায়ক ও রাজশাহী মহানগরীর সভাপতি ড. মোহাম্মাদ আবু ইউসুফ সেলিম তার বক্তব্যে বলেন, মাওলানা ভাসানী ঢাকা বিশ্ববিদ্যালয়সহ পুরো বাংলাদেশের ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্ব দিয়েছেন। তিনি বাংলাদেশের যে-কোন দুর্যোগে রাজপথের লড়াকু সৈনিক হিসেবে কাজ করেছেন। তিনি আর-ও বলেন প্রথম আওয়ামী লীগের সভাপতি ছিলেন মাওলানা ভাসানী ও সেক্রেটারি ছিলেন শামসুল হক এবং সেই দলের জয়েন সেক্রেটারি ছিলেন শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমানকে হাতে ধরে রাজনীতি শিখিয়েছিলেন মাওলানা ভাসানী।
এ-সময় মঞ্চে উপস্থিত বক্তারা অবিসংবাদিত, মজলুম নেতা মাওলানা ভাসানীর জীবনী নিয়ে স্মৃতিচারণ করেন।#