আসিক ইসলাম,বাগমারা প্রতিনিধি ……………………………………………………
রাজশাহী জেলা কৃষক লীগের সম্মেলন হবে বাগমারায়। আগামী ৪ ডিসেম্বর রবিবার সকাল সাড়ে ১০ টায় ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে জেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। রাজশাহী জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ঘিরে জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে গেইট, তোরণ, ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে বাগমারা সহ রাজশাহী বিভিন্ন এলাকা। বিভিন্ন মাধ্যমে প্রচারিত হচ্ছে সম্মেলনের প্রচারণা। বসে নেই প্রার্থীসহ তাদের সমর্থকের প্রচারণা।
জেলা কৃষকলীগের সম্মেলনের সময় যতোই ঘনিয়ে আসছে ততোই বৃদ্ধি পাচ্ছে প্রচারণা। জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল ও সার্থক করতে এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। রাজশাহী জেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হওয়ায় ইঞ্জিনিয়ার এনামুল হকের দিক নির্দেশনায় কাজ করছে উপজেলা আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
দীর্ঘ ৭ বছর পর হতে যাচ্ছে জেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এদিকে আগের কমিটির মেয়াদ শেষ হওয়ায় আহ্বায়ক কমিটি দ্বারা চলছে জেলা কৃষক লীগের দলীয় কার্যক্রম। সম্মেলন উপলক্ষে শুরু হয়েছে রাস্তার মোড়ে মোড়ে ও গুরুত্বপূর্ণ স্থানে তোরণ নির্মাণের কাজ। তোরণ, ব্যানার ফেস্টুনকে দৃষ্টি নন্দন করতে ব্যবহৃত হচ্ছে সম্মেলনে আগত নেতৃবৃন্দের ছবি।#