মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর খ্রিষ্টিয়ান মিশন হাসপাতালে জন্ম নিলো এক বিরল বৈজ্ঞানিক বিস্ময় দুই মাথা বিশিষ্ট এক কন্যাশিশু। শনিবার (২ আগস্ট) রাত ৮টার দিকে এ নবজাতকের জন্ম দেন সুমাইয়া নামে এক প্রসূতি। বর্তমানে শিশুটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, শিশু ও মা দু’জনই বর্তমানে সুস্থ আছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, “শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। উন্নত চিকিৎসা নিশ্চিত করার চেষ্টা চলছে।”
জানা গেছে, প্রসূতি সুমাইয়ার বাড়ি রাজশাহীর তানোর উপজেলার বিল্লি বাজার এলাকায়। তার স্বামী গোলাম আজম একজন মুদি দোকানদার। নবজাতকটির পরিবার জানায়, এক বছর আগে আজম ও সুমাইয়ার পারিবারিকভাবে বিয়ে হয়। এটিই তাদের প্রথম সন্তান। পরিবারের সদস্যদের ভাষ্য, গর্ভাবস্থায় সুমাইয়া নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিতেন এবং একাধিকবার আল্ট্রাসনোগ্রাম করান। তবে চিকিৎসার সময় গর্ভে এমন কোনো ব্যতিক্রম লক্ষ করা যায়নি।
গাইনী বিশেষজ্ঞদের মতে, শিশুটির এমন আকৃতি জোড়া জমজ (conjoined twins) হওয়ার সম্ভাবনার ইঙ্গিত দেয়। মাতৃগর্ভে শারীরিক বিকাশের জটিলতায় কখনো কখনো এমন ঘটনা ঘটে থাকে, যেখানে একটি শরীরের সঙ্গে দুটি মাথা যুক্ত হয়ে যায়। এ জাতীয় জন্ম বিশ্বের চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে খুবই বিরল। চিকিৎসকরা জানিয়েছেন, পরবর্তী পরীক্ষার পর শিশুটির সুস্থ জীবনধারার সম্ভাবনা ও ঝুঁকি সম্পর্কে স্পষ্টভাবে বলা যাবে। পরিবারটি তাদের শিশুর সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন।#