নাজিম হাসান,রাজশাহী:
গত ৫ আগস্ট ফ্যাসিস্ট দল আওয়ামীলীগ সরকারের পতনের পর দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির নেতাকর্মীরা আগামী সংসদ নির্বাচন কেন্দ্রিক দলীয় ও সাংগঠনিক কার্যক্রম ধিরে ধিরে জোরদার করে চলেছেন। এক সময় বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল রাজশাহী। ফ্যাসিস্ট সরকারের পতন ও শেখ হাসিনার দেশত্যাগের পর রাজশাহীতে আওয়ামীলীগ ও তাদের অন্যতম শরিক দল বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীদের কোনো সাংগঠনিক তৎপরতা এখন পর্যন্ত রাজশাহী জেলাজুড়ে নেই। তবে রাজশাহীর বিএনপির সবচেয়ে জনপ্রিয় মুখ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি মিজানুর রহমান মিনু বিগত সময়ে রাজশাহী মহানগরীতে তিনি যে উন্নয়ন করেছেন, তার ফিরিস্তি জনগণের সামনে তুলে ধরছেন।
মিনু গত ৫ আগস্টের পর থেকে নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-২ (সদর) আসনে নির্বাচনী তৎপরতা জোরদার করছেন। মিনু ওয়ার্ড ও মহল্লা কমিটির সর্বস্তরের বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলীয় সাংগঠনিক ও বিভিন্ন সামাজিক কর্মকান্ড অংশ নিচ্ছেন নিয়মিত। এরই মধ্যে দলীয় নেতাকর্মীরা রাজশাহী-২ আসনে মিনুকে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসাবে তুলে ধরে গণসংযোগ শুরু করেছেন।
এসময় মিনু পায়ে হেঁটে হেঁটে মহানগরীর সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন ও দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। বিগত সময়ে রাজশাহী মহানগরীতে তিনি যে উন্নয়ন করেছেন,তার ফিরিস্তি জনগণের সামনে তুলে ধরছেন। যোগ দিচ্ছেন বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানেও।
এছাড়া আগামী নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসাবে মানুষের দোয়া চাইছেন তিনি। উল্লখ্যে,রাজশাহী সিটি কর্পোরেশনে মিজানুর রহমান মিনু একটানা তিন মেয়াদে ১৭ বছর মেয়র ছিলেন। ২০০১ সালে রাজশাহী-২ সদর আসনে বিএনপির প্রার্থী হিসাবে রেকর্ড সংখ্যক ভোট পেয়ে প্রথমবার সংসদ-সদস্য নির্বাচিত হন। মিনু শুধু দলীয় নেতাকর্মীদের মাঝেই নয়, রাজশাহীর সর্বস্তরের মানুষের কাছে একটি জনপ্রিয় নাম। এক সময় রাজশাহীর উন্নয়নের রূপকার ছিলেন তিনি।#