1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্তের দাবিতে বিক্ষোভ স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছে মহিলা দল: মিনু সহকারী কমিশনার (ভূমি) শিবু দাসের নেতৃত্বে পুঠিয়ায় মোবাইল কোর্ট, ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা শিবগঞ্জ পৌরসভা চত্বরে ফুলের বাগান উদ্বোধন রাণীশংকৈলে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেফতার-৫ ভোলাহাটে রাস্তার সৌন্দর্য বর্ধনে গাছ রোপন করলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রণব কুমার রায় চৌধুরীর বিদায় সংবর্ধনা তানোরে র‍্যাব-৫ এর অভিযানে চিহ্নিত সন্ত্রাসী দেলোয়ারসহ তিন জন গ্রেফতার, উদ্ধার ১শ’ গ্রাম হেরোইন নওগাঁয় এবি ব্যাংকের উদ্যোগে ‘তারুণ্যের উৎসব এবং গ্রাহক সেবা উদযাপিত নওগাঁর আত্রাইয়ের বান্দাইখাড়া ডিগ্রী কলেজ অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অনিয়ম দূর্নীতির অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

রাজশাহীতে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্তের দাবিতে বিক্ষোভ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীতে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ এনে শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে বরখাস্তের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে নিরাপদ বিদ্যালয় চাই লেখা ব্যানার হাতে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা বিক্ষোভ করতে থাকে। এ সময় তারা সড়কও অবরোধ করে রাখেন। এক পর্যায়ে শিক্ষার্থী ও অভিভাবকেরা দুটি দলে বিভক্ত হয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। পরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ অভিযুক্ত শিক্ষক সাহাবুব আলমকে বরখাস্তের আশ্বাস দিলে আন্দোলনকারীরা বিক্ষোভ প্রত্যাহার করেন।

এরআগে অভিযুক্ত শিক্ষককে নিয়ন্ত্রণ বা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত পদক্ষেপ না নেওয়ায় মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় অভিভাবকরা শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে প্রধান শিক্ষক আবুল কালাম আজাদেরও পদত্যাগ দাবি করে স্কুল প্রাঙ্গণে বিক্ষোভ করেন তারা।

এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন,সহকারী শিক্ষক শাহাবুব আলম সুযোগ পেলেই শিক্ষার্থীদের গায়ে হাত দেন। সর্বশেষ ২ সেপ্টেম্বর স্কুল ছুটির পর এক চতুর্থ শ্রেণির ছাত্রীকে তিনি একা পেয়ে তার মুখ চেপে ধরেন। ভয়ে ওই ছাত্রী এখন স্কুলে আসছে না। অভিযুক্ত সহকারী শিক্ষক শাহাবুব আলম সোমবার অভিযোগ অস্বীকার করে বলেন, এটি বিদ্যালয়ের অভ্যন্তরীণ ব্যাপার এবং তাকে উদ্দেশ্যমূলকভাবে ফাঁসানোে হচেছ।

এবিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ অভিযোগ স্বীকার করে বলেন , অভিযোগ পাওয়ার পর বিষয়টি স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি অতিরিক্ত বিভাগীয় কমিশনারের কাছে জানানো হয়েছে। তিনি বলেন, তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে । এবং অভিভাবকদের বিষয়টি বোঝানো হয়েছে ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট